আজ ফল বেরোনোর পরে সিপিএম কর্মী ও নির্দল প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুর মারধর! তৃণমূল প্রার্থী জিতে যাওয়ার পরে সিপিএম কর্মীর বাড়িতে হামলা মারধর মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ। হাসপাতালে ভর্তি সিপিএম কর্মী। এই ঘটনায় ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে। জিতে যাওয়ার পরেও কেন এই হামলা! তা নিয়ে উঠছে প্রশ্ন!
আরও পড়ুন: যত কাণ্ড চোপড়ায়! পদ্মফুল, হাতুড়ি ! বিনা প্রতিদ্বন্দিতায় জয়! যা করল তৃণমূল!
advertisement
আরও পড়ুন:
উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গ্রামের একাশি নম্বর বুথের ঘটনা। জানা যায় ওই বুথের তৃণমূল প্রার্থী জিতে যাওয়ার পর বছর ৬৫ এর রজব আলি সক্রিয় সিপিএম কর্মী। তাঁর বাড়িতে হামলা করে জিতে যাওয়া তৃণমূল প্রার্থীর কর্মী সমর্থকরা বেথরক মারধর করে ! বাড়িতে গিয়ে ভাঙচুর করে এমনকি মাথা ফাটিয়ে দেয়। রজব আলিকে সাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
Jufikar Mollya