TRENDING:

North 24 Parganas News: ওঁরাও তাঁত বোনেন, কিন্তু স্বপ্নের শাড়ি নয়, ব্যান্ডেজ তৈরি করে পেট চলে এই তাঁত শিল্পীদের

Last Updated:

দুর্ঘটনা কিংবা অসুখ-বিসুখে গজ ব্যান্ডেজের চাহিদা সারা বছরই থাকে। বসিরহাট মহকুমার কয়েকটি গ্রাম পরিচিত গজ ব্যান্ডেজ তৈরির জন্য। তাঁতেই তৈরি হয় এই গজ ব্যান্ডেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট : দুর্ঘটনা কিংবা অসুখ-বিসুখে গজ ব্যান্ডেজের চাহিদা সারা বছরই থাকে। বসিরহাট মহকুমার কয়েকটি গ্রাম পরিচিত গজ ব্যান্ডেজ তৈরির জন্য। তাঁতেই তৈরি হয় এই গজ ব্যান্ডেজ। তাঁত শিল্পে গজ ব্যান্ডেজ তৈরিতে সব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আগের মত আর উপার্জন হয় না কিন্তু তবু ওরা কাজ করে যেতে হয় পেটের টানে।
advertisement

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের দেভোগ, মাঝেরপাড়া, বাগানআইট, বসিরহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডে একাধিক এলাকায় উঁকি মারলে দেখা যাবে যেখানে খট খট শব্দে সারাদিন কাজ করে চলেছেন তাঁত শিল্পীরা।

আরও পড়ুন -  Knowledge Story: ভারতের এই গ্রামে যৌনতা অবাধ, বিয়ে না করেও মিলিত হন তরুণ -তরুণীরা

advertisement

আগে এক সময় তাঁত শিল্প হাতে চালান হত কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁওয়ায় বিদ্যুতের মাধ্যমে সক্রিয়ভাবে চলে কিন্তু সময় গড়ালেও আগের মত লাভ হয় না জানালেন তাঁত শিল্পী রবিউল ইসলাম। তিনি বলেন গত ৪০ বছর ধরে তাঁত শিল্পের কাজ করছি। একজন মজুর দিনে চারটি তাঁত মেশিন চালিয়ে কোনক্রমে ২০০ টাকা উপার্জন করতে পারবেন। আর এভাবে এই গজ ব্যান্ডেজ তৈরি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁত শিল্পীরা।

advertisement

আরও পড়ুন -  IMD Weather Alert || পাগলের মতো হাওয়ার দাপট, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, কখন হবে তুলকালাম

এক তাঁত শিল্পী জানান ‘‘এ আমাদের বাপ-ঠাকুরদার ব্যবসা। তার উপর বয়স হয়েছে, তাই অন্য কাজ জোটানো দায়। তাঁত চালিয়ে যেটুকু রোজগার হত, তা দিয়ে সংসার না চললেও চালিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু যারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ্যর জন্য সুস্থতার তৈরি করে তাদের আর্থিক সুস্থতা কবে ফিরবে! পথ চেয়ে অপেক্ষায় বসিরহাটের তাঁত শিল্পীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রেশম পোকা প্রতিপালনে খুলছে ভাগ্যের চাকা! সঠিক কৌশলে কিস্তিমাত
আরও দেখুন

Julfikar Molla

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ওঁরাও তাঁত বোনেন, কিন্তু স্বপ্নের শাড়ি নয়, ব্যান্ডেজ তৈরি করে পেট চলে এই তাঁত শিল্পীদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল