উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের দেভোগ, মাঝেরপাড়া, বাগানআইট, বসিরহাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডে একাধিক এলাকায় উঁকি মারলে দেখা যাবে যেখানে খট খট শব্দে সারাদিন কাজ করে চলেছেন তাঁত শিল্পীরা।
আরও পড়ুন - Knowledge Story: ভারতের এই গ্রামে যৌনতা অবাধ, বিয়ে না করেও মিলিত হন তরুণ -তরুণীরা
advertisement
আগে এক সময় তাঁত শিল্প হাতে চালান হত কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁওয়ায় বিদ্যুতের মাধ্যমে সক্রিয়ভাবে চলে কিন্তু সময় গড়ালেও আগের মত লাভ হয় না জানালেন তাঁত শিল্পী রবিউল ইসলাম। তিনি বলেন গত ৪০ বছর ধরে তাঁত শিল্পের কাজ করছি। একজন মজুর দিনে চারটি তাঁত মেশিন চালিয়ে কোনক্রমে ২০০ টাকা উপার্জন করতে পারবেন। আর এভাবে এই গজ ব্যান্ডেজ তৈরি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁত শিল্পীরা।
আরও পড়ুন - IMD Weather Alert || পাগলের মতো হাওয়ার দাপট, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, কখন হবে তুলকালাম
এক তাঁত শিল্পী জানান ‘‘এ আমাদের বাপ-ঠাকুরদার ব্যবসা। তার উপর বয়স হয়েছে, তাই অন্য কাজ জোটানো দায়। তাঁত চালিয়ে যেটুকু রোজগার হত, তা দিয়ে সংসার না চললেও চালিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু যারা অসুস্থ ব্যক্তিদের সুস্থ্যর জন্য সুস্থতার তৈরি করে তাদের আর্থিক সুস্থতা কবে ফিরবে! পথ চেয়ে অপেক্ষায় বসিরহাটের তাঁত শিল্পীরা।
Julfikar Molla





