বাইগাছিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলতেই এই এলাকার পাশ্ববর্তী আরও বেশ কিছু এলাকায় তেল মিলতে পারে, এমনটা ধরে নিয়ে ফের তেলের সন্ধান পেতে কর্মযজ্ঞ শুরু করে ওএনজিসি। শুরু হয় বিভিন্ন এলাকায় তেলের অনুসন্ধান। ডিনামাইট ফাটিয়ে তেল ও গ্যাসের সন্ধানের প্রচেষ্টা চালায় ওএনজিসি কর্তৃপক্ষ। অনুসন্ধানে ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সেনডাঙ্গা ও দৌলতপুর এলাকায় মেলে তেলের সন্ধান। প্রায় ১৫ বিঘা জমির উপর শুরু হয়ে গিয়েছে নতুন প্রজেক্টের কাজ। কিছুদিন বাদেই শুরু হবে মাটির নীচ থেকে তেল ও গ্যাস উত্তোলন প্রক্রিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় চাষিদের কাছ থেকে ৩ বছরের জমির কন্ট্রাক্ট নিয়ে নতুন প্লান্টের কাজ শুরু করে দিয়েছে ওএনজিসি কর্তৃপক্ষ। আর এই সুখবরে কর্ম সংস্থানের আশা দেখতে শুরু করেছেন স্থানীয় মানুষেরা। আগামীদিনে দেশের তৈলমানচিত্রে যে অশোকনগরের নাম জ্বলজ্বল করবে, তা বলাই বাহুল্য।
advertisement