আরও পড়ুন: কিছুতেই বাংলা ভাগ নয়, উত্তরের আট জেলায় পঞ্চায়েতের প্রচারে বিশেষ জোর তৃণমূলের
আরও পড়ুন: উদ্ধার ৩০ হাজার নিষিদ্ধ মাদক-ট্যাবলেট, মালদহে এসটিএফের হাতে গ্রেফতার আন্তঃরাজ্য চক্র
প্রতিবছরের মতো এবছরও পুরস্কারের দাবি রাখছেন তাঁরা। পুজোর কয়দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন রাখা হবে মণ্ডপ প্রাঙ্গনে।জেলার মধ্যে কালীপুজোর রমরমার জন্য বারাসতের পরই জনপ্রিয়তায় কিন্তু অনেকটাই উপরের সারিতে রয়েছে নৈহাটি। গত কয়েক বছর ধরে সাবেকি পূজোর পাশাপাশি নৈহাটিতে থিম পুজোর মধ্যেও চলছে একে অপরকে টেক্কা দেওয়ার পালা।
advertisement
তবে গত দুবছর কালীপুজোর উন্মাদনা কিছুটা ভাঁটা পড়লেও, এ বছর আবারও নৈহাটি তার পুরনো কালীপুজোর ছন্দে মেতে উঠবে বলেই মনে করা হচ্ছে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আবারও উৎসবের আনন্দে সেজে উঠতে তৈরি হচ্ছে জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটি শহর।
বিগত কয়েক বছরে নৈহাটির কালীপুজো রাজ্য বাসীর বিশেষ নজর কেড়েছে। আলোক শয্যার পাশাপাশি নতুন নতুন চিন্তা ভাবনার উপস্থাপনা সারা ফেলে দিয়েছে এখানকার স্থানীয় ক্লাব গুলি। তাই এবারও শ্যামা পূজাকে কেন্দ্র করে সেজে উঠেছে নৈহাটির বিভিন্ন কালীপুজো মণ্ডপ গুলি।
রুদ্র নারায়ণ রায়