তাদের অভিযোগ, রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলে তারা জানতে পারে, তাদের কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। রেশন ডিলার কতৃপক্ষ তাদের খাদ্য সরবরাহ দফতরের সঙ্গে যোগাযোগ করার কথা বলেছেন। সেই মত তারা লাইন দিয়েছেন খাদ্য দফতরে। তাদের অভিযোগ, অযথা তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। বিষয়টি নিয়ে খাদ্য ও সরবরাহ দফতরের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্র মারফত জানা যায়, রাজ্য সরকার ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে। সেই তালিকায় যাদের রেশন কার্ডে নাম-ঠিকানা ভুল রয়েছে, বা কারোর কার্ডে অন্য কারোর নাম রয়েছে কিংবা আধারের সাথে কার্ডের লিংক হয়নি তাদের রেশন কার্ড ব্লক হয়েছে। ফলে সমস্যায় পড়েছেন এলাকার বৃহৎ অংশের মানুষ। সে কারণেই তারা ভিড় জমিয়েছেন খাদ্য ও সরবরাহ দফতরের জেলা সদর দফতরে। যদিও বিষয়টি নিয়ে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি দেখা হচ্ছে, যত শীঘ্রই সম্ভব সমস্যার সমাধান হবে।
advertisement