অভিযোগ, দফায় দফায় মোট তিন কোটি টাকার উপরে টাকা হাতিয়ে নিয়েছে ওই অভিযুক্ত। এরপরই বিধাননগর দক্ষিণ থানার দ্বারস্থ হন ওই বৃদ্ধ। অবশেষে বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৌগত মিশ্রকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বৃদ্ধ রবীন্দ্রনাথ বাবুর আক্ষেপ, মিষ্টভাষী প্রতিবেশী হওয়ার কারণে তিনি ওই অভিযুক্তকে বিশ্বাস করতে শুরু করেছিলেন৷ বয়স্ক মানুষ সবসময় ব্যাংকে যাতায়াত করতে পারেন না৷ তাই ওই মুখোশধারী প্রতিবেশীকে তিনি ভরসা করেছিলেন ৷ তবে এভাবে তাকে প্রতারণা করা হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি৷ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
April 07, 2022 5:53 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দিয়ে কোটি টাকার প্রতারণা