TRENDING:

North 24 Parganas: ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দিয়ে কোটি টাকার প্রতারণা

Last Updated:

অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে প্রতিবেশীর থেকে তিন কোটি টাকার প্রতারণা। অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এফ ই ব্লকের বাসিন্দা ৮০ বছরের রবীন্দ্রনাথ সাহা বিধাননগর দক্ষিণ থানায় এসে অভিযোগ জানান, তার প্রতিবেশী সৌগত মিশ্র নিজেকে ব্যাংকের ম্যানেজার হিসেবে পরিচয় দিত। তিনি বৃদ্ধকে বারংবার ব্যাংকের কাজে সহযোগিতা করার জন্যে প্রতিশ্রুতি দিতেন। তাই তাকে ভরসা করে দীর্ঘ দিন ধরেই তাকে দিয়ে ব্যাংকের টাকা লেনদেন করতেন রবীন্দ্রনাথবাবু। এমনকি বিশ্বস্ত ব্যক্তি হওয়ায় তাকে চেকে সই করে দিয়ে দিতেন টাকার অঙ্ক না লিখে। তবে বেশকিছুদিন আগে বৃদ্ধ ব্যাংকের পাসবই তার থেকে চাইলে তিনি দিতে অস্বীকার করে৷ সন্দেহ হতেই ব্যাংকে গিয়ে জানতে পারেন একাধিকবার  অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা তুলে নিয়েছে ওই প্রতিবেশী।
advertisement

অভিযোগ, দফায় দফায় মোট তিন কোটি টাকার উপরে টাকা হাতিয়ে নিয়েছে ওই অভিযুক্ত। এরপরই বিধাননগর দক্ষিণ থানার দ্বারস্থ হন ওই বৃদ্ধ। অবশেষে বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৌগত মিশ্রকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বৃদ্ধ রবীন্দ্রনাথ বাবুর আক্ষেপ, মিষ্টভাষী প্রতিবেশী হওয়ার কারণে তিনি ওই অভিযুক্তকে বিশ্বাস করতে শুরু করেছিলেন৷ বয়স্ক মানুষ সবসময় ব্যাংকে যাতায়াত করতে পারেন না৷ তাই ওই মুখোশধারী প্রতিবেশীকে তিনি ভরসা করেছিলেন ৷ তবে এভাবে তাকে প্রতারণা করা হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি৷ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দিয়ে কোটি টাকার প্রতারণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল