আরও পড়ুন: টোটোর দাপটে বাকিদের শিরে সংক্রান্তি, চাঁচলে জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু মহিলা ঢাকিদের দেখা গেল ঢাকের তালে নিজেদের প্রস্তুতি সারতে। এই এলাকার কয়েকশো মহিলা এখন ঢাক শিল্পের উপরই নির্ভরশীল। করোনা পরিস্থিতির পর থেকে সংসার চালানো প্রায় দায় হয়ে পড়েছিল এই মহিলাদের কাছে। তাই সংসার চালাতে এই শিল্পকেই আঁকড়ে ধরে লড়াই চালাচ্ছেন তাঁরা। তাঁদের দেখে নতুন অনেক মহিলাই আসছেন এই শিল্পে। তাঁদের প্রশিক্ষণের কাজ চলছে জোরকদমে।
advertisement
তবে আক্ষেপের সুর শোনা গেল এই সব মহিলা ঢাকিদের গলায়। এখনও তাঁরা কোনরকম সরকারি সুযোগ-সুবিধা পান না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা আবেদন করেন, যদি কোনরকম ভাবে কোনও ভাতার ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী তাহলে বিশেষভাবে উপকৃত হবেন। তবে বাংলার পাশাপাশি রাজধানী দিল্লি থেকে ডাক আসতেই যেন বাড়তি উৎসাহ যোগাচ্ছে প্রান্তিক এলাকার এই মহিলা ঢাকিদের।
রুদ্রনারায়ণ রায়