ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নিউ কর্ড রোডের গোলঘর এলাকার একটি সাইবার ক্যাফে দীর্ঘদিন ধরে জাল মার্কশিট তৈরির এই রমরমা কারবার চালিয়ে আসছিল। মঙ্গলবার সন্ধেতে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জগদ্দল থানার পুলিশ এক কম্পিউটার বিশেষজ্ঞকে নিয়ে ওই সাইবার ক্যাফেতে হানা দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃত সাইবার ক্যাফে মালিক সন্দীপ সাউ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মার্কশিট নকল করার পাশাপাশি এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটও নকল তৈরি করত। দীর্ঘদিন ধরেই সে এ কাজ করে আসছিল। কয়েক ঘণ্টা ধরে সাইবার ক্যাফের কম্পিউটারগুলিতে তল্লাশি চালানোর পর অভিযোগের প্রমাণ পেতেই সন্দীপ সাউকে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে ৫-৬ টি কম্পিউটার বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: কুনকি হাতির অস্বাভাবিক আচরণ, দেখতে গিয়ে গুঁতো খেয়ে হাসপাতালে বনকর্মী
তবে এই অভিযান প্রসঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের কর্তারা সরাসরি কিছু বলতে চাননি। যদিও ধৃত সন্দীপ সাউয়ের বাবা দেবেন্দ্র সাউ দাবি করেন, পুলিশ এসে ছেলেকে নিয়ে গেছে। কিন্তু কেন নিয়ে গেছে সে বিষয়ে কিছু জানায়নি। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত সন্দীপ সাউকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার চেষ্টা চলছে।