TRENDING:

North 24 Parganas News: সাইবার ক্যাফের আড়ালে মাধ্যমিকের জাল মার্কশিট তৈরির কারবার! আসল-নকলের ফারাক করা মুশকিল

Last Updated:

ধৃত সাইবার ক্যাফে মালিক সন্দীপ সাউ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মার্কশিট নকল করার পাশাপাশি এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট‌ও নকল তৈরি করত। দীর্ঘদিন ধরেই সে এ কাজ করে আসছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সাইবার ক্যাফের আড়ালে চলছিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের জাল মার্কশিট তৈরির রমরমা কারবার। মোটা টাকায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মার্কশিট, অ্যডমিট কার্ডের মত নথি বিক্রি করছিলেন সাইবার ক্যাফের মালিক, এমনই অভিযোগ বেশ কিছুদিন ধরেই আসছিল ব্যারাকপুর কমিশনারেটের কাছে। সেইসব নকল নথি এতটাই নিখুঁত যে আসলে সঙ্গে প্রায় কোন‌ও পার্থক্য‌ই চোখে পড়ে না। এমনকি অভিজ্ঞ শিক্ষকরা পর্যন্ত আসল নকলের ফারাক করতে পারছিলেন না। নির্দিষ্ট খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধেতে জগদ্দলের ওই সাইবার ক্যাফেতে অভিযান চড়ায় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তারা সেখানে গিয়ে জাল মার্কশিট তৈরির প্রমাণ পায়। এরপরই সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করে পুলিশ।
advertisement

ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নিউ কর্ড রোডের গোলঘর এলাকার একটি সাইবার ক্যাফে দীর্ঘদিন ধরে জাল মার্কশিট তৈরির এই রমরমা কারবার চালিয়ে আসছিল। মঙ্গলবার সন্ধেতে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও জগদ্দল থানার পুলিশ এক কম্পিউটার বিশেষজ্ঞকে নিয়ে ওই সাইবার ক্যাফেতে হানা দেয়। পুলিশ সূত্রে খবর, ধৃত সাইবার ক্যাফে মালিক সন্দীপ সাউ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মার্কশিট নকল করার পাশাপাশি এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট‌ও নকল তৈরি করত। দীর্ঘদিন ধরেই সে এ কাজ করে আসছিল। কয়েক ঘণ্টা ধরে সাইবার ক্যাফের কম্পিউটারগুলিতে তল্লাশি চালানোর পর অভিযোগের প্রমাণ পেতেই সন্দীপ সাউকে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে ৫-৬ টি কম্পিউটার বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: কুনকি হাতির অস্বাভাবিক আচরণ, দেখতে গিয়ে গুঁতো খেয়ে হাসপাতালে বনকর্মী

View More

তবে এই অভিযান প্রসঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের কর্তারা সরাসরি কিছু বলতে চাননি। যদিও ধৃত সন্দীপ সাউয়ের বাবা দেবেন্দ্র সাউ দাবি করেন, পুলিশ এসে ছেলেকে নিয়ে গেছে। কিন্তু কেন নিয়ে গেছে সে বিষয়ে কিছু জানায়নি। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত সন্দীপ সাউকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার চেষ্টা চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সাইবার ক্যাফের আড়ালে মাধ্যমিকের জাল মার্কশিট তৈরির কারবার! আসল-নকলের ফারাক করা মুশকিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল