TRENDING:

North 24 Parganas News- এ যেন পুনর্জন্ম! পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পেল একরত্তি মেয়ে

Last Updated:

পুলিশের তৎপরতায় জলে ডুবেও প্রাণ ফিরে পেল ছোট্ট তিথি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: এ যেন পুনর্জন্ম। পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পেল একরত্তি মেয়ে। ঘটনাটি মসলন্দপুরের বিধানপল্লী এলাকার। মসলন্দপুরের বিধান পল্লীর বাসিন্দা বিষ্ণুবাবুর বড় মেয়ে তিথি পাল হঠাৎই তলিয়ে যায় পুকুরে। প্রায় মিনিট দশেক পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন বিষ্ণু বাবু। সে সময় কার্যত কোনো সাড়া মিলছিল না তার শরীর থেকে। এই পরিস্থিতিতে এক কথায় ভেঙে পড়েন বিষ্ণু পাল সহ সকলে। মেয়েকে হারানোর ভয় গ্রাস করে ফেলেছিল তাদের। সেই সময়ই মগরা থেকে মসলন্দপুরে আসছিল পুলিশের একটি গাড়ি। বিষ্ণুবাবুর কাছে সে সময় কার্যত ঈশ্বরের দূত হয়ে ওঠেন এই পুলিশকর্মীরাই। সময় নষ্ট না করে প্রাথমিক শুশ্রূষা শুরু করে দেন তারা।এরপর তিথির শরীর থেকে সাড়া মিললে তাকে দ্রুত পুলিশের গাড়িতে করে নিয়ে তারা হাসপাতালে পৌঁছে যান। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে ছোট্ট তিথি।
advertisement

তাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। মেয়েকে ফিরে পেয়ে খুশি বিষ্ণুবাবু সমেত গ্রামের সকলে। পুলিশ কর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো পুলিশের কর্তব্য। সেই কাজ করতে পেরে খুশি পুলিশ আধিকারিক অমিতাভ ভৌমিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত এইরকমই বিপদের সম্মুখীন হন শিশুরা। নজরদারির অভাবে এ ধরনের দুর্ঘটনায় প্রতিবছরই প্রাণ যায় বহু শিশুর। সে ক্ষেত্রে পরিবারের বিশেষ নজরদারির প্রয়োজন রয়েছে বলেই জানালেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। শিশুটির প্রাণ বাঁচিয়ে খুশি পুলিশকর্মীরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- এ যেন পুনর্জন্ম! পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পেল একরত্তি মেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল