ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় ড্রোন উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তবে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে প্রশাসনিক সূত্র মারফত জানা যায়, সীমান্তে কড়াকড়ির জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে চোরাকারবারী। ফলে নতুন পদ্ধতি অবলম্বন করছে কিনা চোরাশিকারিরা, তা খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েক বছর ধরে আঁটোসাঁটো করা হয়েছে সীমান্তের নিরাপত্তা। ফলে চোরাকারবারীদের কৌশলে বাধা পড়েছে। অবৈধ কারবার চালাতে ড্রোনের ব্যবহার চলছে কিনা কিংবা সীমান্তে উত্তেজনা তৈরি করতে কেউ বা কারা এই ড্রোন রেখেছে কিনা, তার চুলচেরা তদন্তে নেমেছে সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টিকে স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে। প্রতিবেশী দেশের সীমান্তবর্তী লাগোয়া অঞ্চলে সকলের নজর এড়িয়ে এই ড্রোন পড়ে থাকার বিষয়টি মোটেই হালকাভাবে দেখছে না নিরাপত্তা দফতর। বাজেয়াপ্ত ড্রোনটির কাজ কি? সেটি আদৌ স্বয়ংক্রিয় রয়েছে নাকি কোন কাজ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছে ফাঁকা জায়গায়? বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
advertisement