TRENDING:

West Bengal News: নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন! বনগাঁর ব্যক্তিকে নিয়ে আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

West Bengal News: শ্যামল মুন্ডার ভাই নির্মল মুন্ডা জানিয়েছেন এদিন সকালে তিনি বাথরুমে গিয়ে দেখেন রক্ত পড়ে রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। নিজের পুরুষাঙ্গ কেটে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি হলেন ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শ্যামল মুন্ডা, বৃদ্ধপাল্লা আদিবাসী পাড়ার বাসিন্দা । দীর্ঘ ৬ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছেন শ্যামল,‌ ছয় মাস ধরেই তার চিকিৎসা চলছে। মানসিক ভারসাম্যহীনতার জেরেই শ্যামল এমন কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান পরিবারের।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

শ্যামল মুন্ডার ভাই নির্মল মুন্ডা জানিয়েছেন এদিন সকালে তিনি বাথরুমে গিয়ে দেখেন রক্ত পড়ে রয়েছে। রক্ত দেখতেই তিনি তার মায়ের কাছে জিজ্ঞাসা করেন বাথরুমে রক্ত কেন রয়েছে। তার মা তাকে তখন তার দাদার মানসিক ভারসাম্যহীনতার কথা জানিয়ে বলেন দাদার কাছে গিয়ে দ্যাখ, ও কিছু করল কিনা। তারপর শ্যামলের কাছে জিজ্ঞেস করতেই সে বলে পুরুষঙ্গ কেটে ফেলে দিয়েছি জঙ্গলে।

advertisement

আরও পড়ুন: 'মানুষের জন্য জীবন দিতে রাজি আছি', 'লক্ষ্মীর ভান্ডার' ইস্যুতে তীব্র আক্রমণ মমতার!

আরও পড়ুন: মমতা বেরোতেই তুমুল হট্টগোল বিধানসভায়, বড় ইস্যুতে সুর চড়াল বিজেপি

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন

পরিবারের সকলের অনুমান শ্যামল বাড়ির রান্নার বঁটি দিয়েই তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে। রান্নার বটিতে রক্ত লেগে থাকতে দেখেই তাদের এই অনুমান। গুরুতর আহত অবস্থায় শ্যামল মুন্ডাকে এদিন বনগাঁ মহাকুমা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
West Bengal News: নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেললেন! বনগাঁর ব্যক্তিকে নিয়ে আতঙ্কে এলাকাবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল