শ্যামল মুন্ডার ভাই নির্মল মুন্ডা জানিয়েছেন এদিন সকালে তিনি বাথরুমে গিয়ে দেখেন রক্ত পড়ে রয়েছে। রক্ত দেখতেই তিনি তার মায়ের কাছে জিজ্ঞাসা করেন বাথরুমে রক্ত কেন রয়েছে। তার মা তাকে তখন তার দাদার মানসিক ভারসাম্যহীনতার কথা জানিয়ে বলেন দাদার কাছে গিয়ে দ্যাখ, ও কিছু করল কিনা। তারপর শ্যামলের কাছে জিজ্ঞেস করতেই সে বলে পুরুষঙ্গ কেটে ফেলে দিয়েছি জঙ্গলে।
advertisement
আরও পড়ুন: 'মানুষের জন্য জীবন দিতে রাজি আছি', 'লক্ষ্মীর ভান্ডার' ইস্যুতে তীব্র আক্রমণ মমতার!
আরও পড়ুন: মমতা বেরোতেই তুমুল হট্টগোল বিধানসভায়, বড় ইস্যুতে সুর চড়াল বিজেপি
পরিবারের সকলের অনুমান শ্যামল বাড়ির রান্নার বঁটি দিয়েই তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে। রান্নার বটিতে রক্ত লেগে থাকতে দেখেই তাদের এই অনুমান। গুরুতর আহত অবস্থায় শ্যামল মুন্ডাকে এদিন বনগাঁ মহাকুমা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
