TRENDING:

North 24 Parganas: দুই বিধানসভার বিধায়কদের যৌথ উদ্যোগে হাল ফিরছে বেহাল রাস্তার

Last Updated:

খুশি স্থানীয় বাসিন্দারা, দুই বিধানসভার যৌথ উদ্যোগে অবশেষে হাল ফিরছে সন্তোষপুরের বেহাল রাস্তা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মানুষের দীর্ঘদিনের চাহিদা মেনে অবশেষে পুরণ হতে চলেছে অশোকনগর বিধানসভা এবং আমডাঙ্গা বিধানসভার মধ্য দিয়ে চলে যাওয়া সন্তোষপুর উত্তর পাড়ার রাস্তা। অশোকনগর বিধানসভার দীঘরা মালিক বেরিয়া ডিউ ড্রপ বিদ্যালয় থেকে আমডাঙ্গা বিধানসভার সন্তোষপুর তাল পুকুর মোড় পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা পিচ হওয়ার কাজ শুরু হল অবশেষে।দুই বিধানসভার যৌথ উদ্যোগে এহেন রাস্তা সংস্কারের কাজ এলাকায় দৃষ্টান্ত তৈরি করল৷ দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল দশায় ছিল। রাস্তা মাটির হওয়ায় এলাকার মানুষের সমস্যা বাড়ছিল । কৃষিপণ্য নিয়ে যাতায়াত থেকে শুরু করে পড়ুয়াদের বিদ্যালয়ে যেতে সমস্যা দেখা দিত। চলাচলে অনুপোযোগী ছিল এই রাস্তা। বিশেষ করে কোনো রোগী নিয়ে হাসপাতালে পৌঁছতে কালঘাম ছুটে যেত রোগীর পরিবার থেকে আত্মীয়-পরিজনের । ভোট আসে,ভোট যায়৷ অপূর্ণ থেকে যায় এলাকার মানুষের দাবি পূরণের। বহুবার দরবার করেও মেলেনি পাকা রাস্তা। অবশেষে এলাকার মানুষের দাবী মত আমডাঙ্গা বিধানসভা ও অশোকনগর বিধানসভার যৌথ উদ্যোগে এই রাস্তা মেরামতের কাজ শুরু হল। এর ফলে যাতায়াতের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের মূল যোগাযোগের অন্যতম রাস্তাটি বেহাল থাকার কারণে প্রতি মুহূর্তে তারা সমস্যায় পড়তেন। বিশেষ করে রাতে কোনও রোগীকে হাসপাতাল নিয়ে যেতে হলে বেগ পেতে হতো পরিবারকে। এবার রাস্তা মেরামত হওয়ায় সেসব সমস্যা থেকে মুক্তি মিলবে এলাকাবাসীর।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: দুই বিধানসভার বিধায়কদের যৌথ উদ্যোগে হাল ফিরছে বেহাল রাস্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল