এবার জাতীয় সড়কে বেপরোয়া বাইক রেসিং এর অভিযোগ উঠল। বলি হলেন এক মহিলা। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১ যুবককে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর রাস্তা আটকে চলে বিক্ষোভ। স্থানীয়রা জানান, রোজই চলে এমন বেপরোয়া বাইক রেসিং। পুলিশ প্রশাসনকে বার বার বলেও কোন সুরাহা হয়নি। স্থানীয়দের কথা অনুযায়ী, এদিন জাতীয় সড়ক দিয়ে বেশ কয়েকটি বাইক মিলে রেস করছিল। দত্তপুকুরের কাছে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে চলা এক মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। মৃত বছর পঞ্চাশের অসীমা দাস এর বাড়ি দত্তপুকুর মন্ডলগাছি এলাকায় বলে জানা গিয়েছে। নোয়াপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন ওই মহিলা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ই, দুরন্ত গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে বারাসাত থানার পুলিশ। ঘটনাস্থলে থেকে অভিযুক্ত বাইক চালককে আটক করা হয়।
নিয়ে যাওয়ার সময় পুলিশকে ঘিরে শুরু হয় এলাকাবাসীদের বিক্ষোভ। উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকেও জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়। জাতীয় সড়ক সংস্কার হয়ে চওড়া ও আধুনিক হওয়ায় এখন গাড়ির গতিও বেড়েছে বহুমাত্রায়। সেক্ষেত্রে পুলিশের কোন নিয়ন্ত্রণ নেই বলেও স্থানীয়রা অভিযোগ তোলেন। পরে পুলিশের অতিরিক্ত বাহিনী নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে বারবার এভাবে জাতীয় সড়কে প্রাণহানির ঘটনায়, এখন দেখার জেলা প্রশাসন কী পদক্ষেপ নেয়।
Rudra Narayan Roy