বন দফতর সূত্রে জানা যায়, সুন্দরবন লাগোয়া এই এলাকায় সম্ভবত খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে এই বিরল প্রজাতির পেঁচা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা জানালেন, বেশ কয়েকদিন আগে একটি ঈগলপাখিরও একই অবস্থা হয়েছিল। খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল। বন দফতরের চেষ্টায় সেই ঈগল এবং এই পেঁচা টি প্রাণে বাঁচাতে সক্ষম হয়েছে। বন দফতরের উদ্যোগকে স্থানীয় পশু প্রেমীরা সাধুবাদ জানিয়েছেন। বন দফতর থেকে জানানো হয়েছে, আগামী দুইদিন পেঁচাটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সুস্থ হলে আবারও তাকে সুন্দরবনের জঙ্গলের ছেড়ে দেওয়া হবে। পরিবেশ থেকে এভাবেই নানা বিপদের সম্মুখীন হয়ে হারিয়ে যাচ্ছে বিরল পক্ষীকুলের একাংশ। পশুপ্রেমীরা তাই অবিলম্বে সোচ্চার হয়েছেন এই ধরনের ফাঁদ থেকে পক্ষীকুল কে বাঁচাতে।
advertisement
Location :
First Published :
March 23, 2022 7:32 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- কাকের তাড়া খেয়ে জালে জড়িয়েও, প্রাণে বাঁচলো বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা