TRENDING:

North 24 Parganas: রাস্তার ধার থেকে উদ্ধার সদ্যোজাত শিশু

Last Updated:

রাস্তার ধার থেকে উদ্ধার সদ্যোজাত শিশু, পুলিশের সাহায্যে ভর্তি করা হল হাসপাতলে, সুস্থ হলে শিশুটিকে তুলে দেওয়া হবে চাইল্ড লাইনের হাতে 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: সাত দিনের সদ্যোজাত শিশুকে উদ্ধার করল পুলিশ । বনগাঁ থানার কালোপুর সংলগ্ন এলাকায় রাস্তার উপরে পড়ে থাকতে দেখা যায় এক সদ্যোজাতকে। কেউ বা কারা ওই সদ্যজাত শিশুকে ফেলে রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ। রাস্তায় সদ্যোজাতকে পড়ে থাকতে দেখে স্থানীয়রাই বনগাঁ থানায় খবর দেয়। পুলিশ এসে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে । জানা গেছে সদ্যোজাত শিশুটি ছেলে। বনগাঁ হাসপাতলে চিকিৎসাধীন শিশুটি। তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানিয়েছেন বনগাঁ হাসপাতালে সুপার । এতসব ঘটনার মধ্যে এখনও কেউ দাবি করেনি বাচ্চাটি জন্য। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। হাসপাতাল সুপার বনগাঁ থানার পুলিশ জয়েন্টলি চাইল্ড লাইনের সঙ্গে কথা বলে বাচ্চাটিকে চাইল্ড লাইনের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের সামনে এদিন একটি পুত্র সন্তানকে পড়ে থাকতে দেখে ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য উর্মিলা তরফদার। তিনি বনগাঁ থানায় খবর দিলে বনগাঁ থানার পুলিশ ওই পুত্রসন্তান টিকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই পুত্রসন্তান বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এই বিষয়ে বনগাঁ মহাকুমা হাসপাতালে সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন এই পুত্র সন্তানের বয়স সাত দিন হবে । বনগাঁ থানার পুলিশ এসে ভর্তি করেছে বর্তমানে সে এস এন সি ইউ তে ভর্তি আছে ।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: রাস্তার ধার থেকে উদ্ধার সদ্যোজাত শিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল