TRENDING:

সাফল্য মাওবাদী দমনে, সিআরপিএফ জওয়ানদের ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর

Last Updated:

মাওবাদী সমস্যার সমাধানে সফল হয়েছে সরকার ৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে তারা এখন পিছু হটছে ৷ কারণ নিরাপত্তারক্ষীর গুলিতে মাওবাদীদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুরগাঁও: মাওবাদী সমস্যার সমাধানে সফল হয়েছে সরকার ৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে তারা এখন পিছু হটছে ৷ কারণ নিরাপত্তারক্ষীর গুলিতে মাওবাদীদের মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ শনিবার সিআরপিএফের ৭৯ তম রাইজিং ডে উপলক্ষ্যে এক আলোচনা সভায়  এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
advertisement

আরও পড়ুন: ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে কাঠগড়ায় নরেন্দ্র মোদি অ্যাপ

সাম্প্রতিক অতীতে মাওবাদীরা লড়াইয়ে পিছু হটছে ৷ এর অন্যতম কারণ তারা জীবনের মূল স্রোতে ফিরতে চাইছে ৷ এমনটাই ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ পাশাপাশি তিনি বলেন, লড়াইয়ে জেরে তাদের অস্ত্রশস্ত্রের পরিমাণ কমে আসছে ৷ এমনকী, সিআরপিএফ জওয়ানদের গুলিতে মাওবাদী নেতারা নিহত হচ্ছে ৷ তাই তাদের আন্দোলনও বেশ কিছুটা থিতিয়ে পড়েছে বলে মত স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ পাশাপাশি, রাজনাথ বলেন, মাওবাদী দমন একসময় দেশের কাছে একটি বড়সড় চ্যালেঞ্জ ছিল ৷ কিন্তু চ্যালেঞ্জ মেটাতে আজ অনেকটাই সফল হয়েছে সরকার ৷ সেই কারণে সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে ধন্যবাদ জানালেন রাজনাথ সিং ৷

advertisement

আরও পড়ুন:  নীরব মোদির ১০ কোটির আংটি, দেড় কোটির ঘড়ি উদ্ধার

চলতি মাসের শুরুতে ছত্তিশগড়ের সুকমাতে মাওবাদীদের গুলিতে প্রাণ হারান ৯ জন সিআরপিএফ জওয়ান ৷ সেই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এদিন এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন: একদিনের জন্য পুলিশ হল ক্যান্সারে আক্রান্ত সাত বছরের অর্পিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এদিনের অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তারক্ষীদের উদ্দেশে বলেন, মাওবাদী অধ্যুষিত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে ৷ সেই কারণে সরকারের নানা স্কিম গুলোর প্রচার চালাতে হবে সেই সমস্ত অশান্ত জায়গাগুলিতে ৷ যাতে দেশের সরকারের প্রতি ওই সমস্ত এলাকার সাধারণ মানুষের আস্থা আরও বেড়ে যায় ৷ একইসঙ্গে তিনি বলেন, মাওবাদী হামলা এখনও পুরো কমে আসেনি ৷ তবে, দিনকে দিন তা কমে আসবে বলেও আশাবাদী রাজনাথ সিং ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সাফল্য মাওবাদী দমনে, সিআরপিএফ জওয়ানদের ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর