ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ৷ খাবার ডেলিভারি সংস্থার কর্মীর গাড়িতে ধাক্কা মারে পুলিশকর্মীর গাড়ি ৷ হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ হয়নি ৷ প্রাণ হারান ওই ডেলিভারি কর্মী ৷
দুর্ঘটনায় মৃত্যু হওয়া ওই ডেলিভারি সংস্থার কর্মীর নাম সলিল ত্রিপাঠী (Salil Tripathi) ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী তিনিই ৷ গত বছর কোভিডে মৃত্যু হয় সলিলের বাবার ৷ আর এবার ছেলেকে হারিয়ে প্রচণ্ড ভেঙে পড়েছে তাঁর পরিবার ৷
advertisement
আরও পড়ুন-অপরিচিতর সঙ্গে এক রাত বদলে দিল জীবন, সন্তানের জন্ম দিলেন ২৮ বছরের এই যুবক!
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায় ৷ এক পুলিশ কনস্টেবল মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ৷ তার গাড়ি গিয়ে ধাক্কা মারে ডেলিভারি সংস্থার কর্মীর বাইককে ৷ অভিযুক্ত পুলিশকর্মীর নাম মহেন্দ্র বলে জানা গিয়েছে ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন-ভয়ঙ্কর তুষারঝড়ের মধ্যে দাঁড়িয়েই সীমান্ত রক্ষা ! ভারতীয় সেনার ভিডিও ভাইরাল
অভিযুক্ত পুলিশকর্মী বেপরোয়াভাবেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেই ঘটনার বিবরণ জানা যায় ৷ সোজা গিয়ে কনস্টেবলের গাড়ি ধাক্কা মারে সলিলের বাইককে ৷ মৃত্যু হয় তাঁর ৷ ডেলিভারি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার মৃত কর্মীর পরিবারকে সবরকম সাহায্য করা হবে ৷ এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ৷
