জানা গিয়েছে, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়ে পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবদ করা হয়। ওই প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে ক্রাইম ব্রাঞ্চের দল। আপাতত এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তারা বিশদে কিছু বলতে রাজি নন।
রবিবার প্রার্থী ধর্মেন্দ্র সিং-এর সঙ্গেও এই ঘটনা ঘটেছে। জেলার কুলপাহাড় থানা এলাকার রাগৌলিয়া গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র সিং পুলিশ নিয়োগ পরীক্ষায় যথাযথভাবে সমস্ত তথ্য নথিভুক্ত করেছিলেন। ধর্মেন্দ্রর মতে, যখন তিনি অ্যাডমিটকার্ড বের করেন তখন তাতে ধর্মেন্দ্রর নিজের ছবির পরিবর্তে সানি লিওনির ছবি ছিল।
advertisement
আরও পড়ুন: নুন, চিনি… কখনও হাত থেকে ফেলবেন না এই ৫ সাদা জিনিস! অশুভ লক্ষণ, সাবধান করলেন বিশেষজ্ঞ
ইউপি কনস্টেবল নিয়োগের দুই দিনের পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি বন্ধের চেষ্টায় অনেক দিন ধরেই অভিযান চলছিল। ১৫ ফেব্রুয়ারি পরীক্ষার প্রথম দিন থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আসামিদের মধ্যে পরীক্ষার্থী, সল্ভার বা সমাধানকারী ও দালাল রয়েছে। প্রয়াগরাজে ১৭ জন, ইটাতে ১৬, সিদ্ধার্থনগরে ১৫, আজমগড় থেকে ৯, মৌ থেকে ১৩ এবং বারাণসীতে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে ৩ হাজার ১৪৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি। দ্বিতীয় দিনে ২৪,০৮,৭২২ পরীক্ষার্থীর মধ্যে ২১,০৭,২৪৮ জন পরীক্ষার্থী দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেন। দুই দিন মিলে মোট ৪৩,১৩,৬১১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় মোট সাড়ে দশ শতাংশ পরীক্ষার্থী বিদায় নিয়েছেন।