উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির (ইউপিসিসি) অফিসে দলের আয়োজিত একটি ‘যুব সংসদ’-এ ভাষণ দিচ্ছিলেন কানহাইয়া (Kanhiya Kumar)। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানান, যে যুবক কানহাইয়ার উদ্দেশ্যে রাসায়নিক ছোঁড়েন তাঁর নাম দেবাংশ বাজপেয়ি। কানহাইয়া কুমারের দিকে রাসায়নিক নিক্ষেপ করার চেষ্টা করলে যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের লোকজন মিলে তাঁকে ধরে ফেলেন।
আরও পড়ুন- মধ্যবিত্ত ও শ্রমজীবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা! নির্মলার বাজেটকে আক্রমণ রাহুলের
advertisement
সূত্রের খবর, লখনউ সেন্ট্রাল আসনের (Lucknow Central Assembly Seat) কংগ্রেস প্রার্থী (UP Assembly Poll 2022) সদফ জাফরের (Sadaf Zafar) সমর্থনে প্রচার এবং তাঁর মনোনয়ন জমা দেওয়ার মিছিলে অংশ নেন কানহাইয়া। সদফের হয়ে ভোটও চান মানুষদের কাছে। প্রচারে কানহাইয়া বলেন, "পুরনো লোকেজন কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু নতুন মানুষ দলে অন্তর্ভুক্ত হয়েছেন"।
অন্যদিকে কংগ্রেসের নেতাদের অভিযোগ, সাধারণ কোনও হামলা নয় বরং কানহাইয়া কুমারকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়েছে। সূত্রের খবর, অ্যাসিড কানহাইয়ার গায়ে পড়েনি ঠিকই কিন্তু তাঁর আশেপাশে দাঁড়িয়ে থাকা তিন চার জনের গায়ে ওই রাসায়নিকের কয়েক ফোঁটা ছিটকে আসে। খানিক ধ্বস্তাধ্বস্তির পরে ওই অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সূত্রের খবর। আপাতত পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যুবককে।
আরও পড়ুন- পরবর্তী একশো বছরে বিকাশের দিশা দেখাবে এই বাজেট, বলছেন প্রধানমন্ত্রী
কংগ্রেস সূত্রে খবর, অভিনেতা তথা সমাজকর্মী সদফ জাফরকে লখনউ সেন্ট্রাল আসন থেকে নিজেদের প্রার্থী (UP Assembly Poll 2022) হিসেবে দাঁড় করিয়েছে কংগ্রেস। সদফ জাফর লখনউয়েরই বাসিন্দা এবং সম্প্রতি মীরা নায়ারের চলচ্চিত্র ‘আ সুইটেবল বয়’-এ অভিনয়ও করছেন তিনি। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। পুলিশ তাঁকে গ্রেফতারও করে, পরে জামিনে ছাড়া পান তিনি।