তিনি জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকার ক্ষুদ্র দেশগুলির সমস্যা মেটাতে আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মোদি। রবিবার জাপানে জি-৭ সম্মেলন সেরেই পাপুয়া নিউ গিনি পৌঁছে যান প্রধানমন্ত্রী। সে দেশের রাজধানী পোর্ট মোরেসবিতে বিমানবন্দরে মোদিকে স্বাগত জানানোর সময়েই ভারতীয় কায়দায় পা ছুঁয়ে প্রণাম করেন মারাপে। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর সেই প্রণামের ভিডিও ভাইরাল হয়ে যায়।
advertisement
সোমবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরষ্ট্রগুলির সম্মেলনের আগে মোদির সঙ্গে বৈঠকে বসেন মারাপে। আর সম্মেলনে নিজের ভাষণে তিনি বলেন, “বড় দেশগুলির মধ্যে লড়াইয়ের জেরে আমাদেরকেই সমস্যায় পড়তে হয়। ক্ষমতার লড়াইয়ের জেরে ক্ষতির মুখে পড়তে হয়। এজন্য আন্তর্জাতিক মঞ্চে আমাদের মতো ছোট দেশগুলির সমস্যা তুলে ধরার জন্য মোদিই প্রকৃত কণ্ঠস্বর।”
সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে মারাপে আরও বলেন, “আশা করি প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দেশগুলির সমস্যার কথা বিশ্ব মঞ্চে তুলে ধরবেন মোদি। আন্তর্জাতিক ক্ষেত্রে মোদির নেতৃত্বে ভারত যেভাবে এগোবে, আমরাও সেই পথেই হাঁটব।”
দেশের প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পাপুয়া নিউ গিনি সফরে আসা মোদি ওই সম্মেলনে তাঁর ভাষণে আশ্বাসের সুরেই জানান, এই ছোট দেশগুলির সমস্যার কথা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য ভারত যথাসাধ্য চেষ্টা করবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “জাপানে জি-৭ সম্মেলনেও আমি এই বিষয়ে আলোচনার চেষ্টা করেছিলাম। আশা করছি আসন্ন জি-২০ সম্মেলনে ওই সমস্যার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারব।” আর এই প্রেক্ষিতেই মোদি জানিয়ে দেন, কোভিড পরিস্থিতিতে পাপুয়া নিউ গিনিকে সাহায্য পাঠিয়েছিল ভারত। ভবিষ্যতেও সহায়তার চেষ্টা করবে।