TRENDING:

#World Cup 2019: সান্ত্বনা পুরস্কার, বিশ্বকাপের দলে ‘এভাবে’ ঢুকলেন পন্থ,রায়ডু-রা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ ৷ আর সেই মেগা ইভেন্টে স্ট্যান্ড বাই হিসেবে স্থান পেলেন ঋষভ পন্থ ও অম্বাতি রায়ডু  ৷ আর এক্সট্রা পেসার হিসেবে স্থান পেয়েছেন নভদীপ সাইনি ৷ যেহেতু আইসিসি-র ইভেন্ট তাই এইধরণের ইভেন্টে ব্যাকআপ ক্রিকেটার লাগে ৷ যদি কেউ চোট পেয়ে ছিটকে যান তার জন্য এঁদেরকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৷ বিসিসিআইয়ের আধিকারিক বুধবার  জানিয়েছেন এক, দুই, তিন হিসেবে পন্থ ,রায়ডু ও সাইনিকে রাখা হচ্ছে, যেরকম যেরকম চোট পাবেন সেরকম এরা যাবে ৷

advertisement

আরও পড়ুন - #IPL2019: স্বার্থের সংঘাত, পদত্যাগ করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ?

পন্থ ও রায়ডু-র বাদ যাওয়া নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিক্রিয়া হয়েছিল সুনীল গাভাসকর জানিয়েছিলেন পন্থ কেন বাদ ,আর গৌতম গম্ভীরের ভোট ছিল রায়ডুর দিকে ৷

তবে এই তিন ক্রিকেটার স্ট্যান্ডবাই থাকলেও খলিল , আবেশ, দীপক নেট বোলার হিসেবেই যাচ্ছেন ৷

advertisement

আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
#World Cup 2019: সান্ত্বনা পুরস্কার, বিশ্বকাপের দলে ‘এভাবে’ ঢুকলেন পন্থ,রায়ডু-রা