TRENDING:

Women's Reservation Bill: লোকসভায় পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল! তবে ২০২৪ নয়, কার্যকর হতে হতে সেই ২০২৯

Last Updated:

পরে বিলে সমর্থনে কথা বলেন সাংসদ রাহুল গান্ধিও৷ তাঁর দাবি ছিল, যত দ্রুত সম্ভব এই বিল কার্যকর করা হোক৷ পাশাপাশি, ওবিসি সংরক্ষণের বিষয়টিও বিলে যুক্ত করার দাবি করেন তিনি৷ আদম সুমারি বা ডিলিমিটেশন না করেই এই বিল কার্যকর করার পক্ষে সওয়াল করেন রাহুল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লোকসভায় পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল৷ ৪৫৪ জন সাংসদই বিলের পক্ষে ভোট দিলেন৷ বিপক্ষে ভোট দিলেন মাত্র ২ জন৷ আলোচনা শেষে সন্ধে ৭টা ৬ মিনিট নাগাদ এই বিল নিয়ে ভোটাভুটি শুরু হয়৷ ৭টা ৩৯ মিনিটেই ভোটাভুটির ফল ঘোষণা করেন অধ্যক্ষ৷
advertisement

গত মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন পেশ করা হয় ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ বিল৷ এর মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলা রাজনীতিকদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করা হয়৷ ডিলিমিটেশন নিয়মাবলি প্রয়োগের পরে এই আইন কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে৷ বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনের লোকসভা অধিবেশনে বিলটি পেশ করেছিলেন৷

advertisement

গত ২৭ বছর ধরে এই বিলটি সংসদে আটকে ছিল৷ এদিন বিলের পক্ষে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এর আগে চারবার বিলটি লোকসভায় পেশ করা হয়েছে৷ তাঁর আবেদন ছিল, এবার অন্তত বিলটি সর্বসম্মতভাবে পাস করানো হোক৷

আরও পড়ুন: মমতাই প্রকৃত ‘জন্মদাত্রী’! মহিলা বিল আনতে মোদি এত দেরি করলেন কেন? বিজেপির তুমুল সমালোচনা তৃণমূলের

advertisement

এদিন অধিবেশনের শুরুতেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের শুরু হয় কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির হাত ধরে৷ এই বিল নিয়ে খানিক স্মৃতিমেদুর হয়ে পড়েন তিনি৷ আগেই ঘোষণা করা হয়েছিল, কংগ্রেস এই বিষয়ে পূর্ণ সমর্থন করবে, সেই মতই বক্তব্য রাখেন তিনি৷ বলেন, এই বিষয়ে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে৷ অর্থাৎ মোদি সরকারের আনা ‘নারী শক্তি বন্দন অধিনয়ম ২০২৩’ বিলকে সমর্থন করেন তিনি, পাশাপাশি বলেন, এটি যেন এখনই কার্যকর করা হয়৷

advertisement

এ দিন সংসদে বক্তব্য রাখার সময় সনিয়া বলেন, এই বিল নিয়ে দীর্ঘসূত্রিতা কেন্দ্রীয় সরকারের গাফিলতির প্রকাশ৷ তিনি বলেন, ‘নারী শক্তি বন্দন অধিনয়ম ২০২৩’ বিলটিকে আমরা পূর্ণ সমর্থন করছি৷ কিন্তু মহিলাদের এই বিষয়ের সুবিধা পেতে আইন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ আমরা সেটা চাই না, আমরা চাই এই বিলটিকে যেন এখনই আইনে পরিণত করা হয়৷ এই বিলটি আনার বিষয়ে অতিরিক্ত দেরি করেছে কেন্দ্রীয় সরকার৷ আমি সরকারকে অনুরোধ করব এখনই যেন আইন করা হয়৷’’

আরও পড়ুন: বিধানসভায় পৌঁছেই ‘প্রেজেন্ট প্লিজ!’, মন্ত্রী-বিধায়কদের কামাই রুখতে এবার কড়া পদক্ষেপ তৃণমূলের

পরে বিলের সমর্থনে কথা বলেন সাংসদ রাহুল গান্ধিও৷ তাঁর দাবি ছিল, যত দ্রুত সম্ভব এই বিল কার্যকর করা হোক৷ পাশাপাশি, ওবিসি সংরক্ষণের বিষয়টিও বিলে যুক্ত করার দাবি করেন তিনি৷ আদম সুমারি বা ডিলিমিটেশন না করেই এই বিল কার্যকর করার পক্ষে সওয়াল করেন রাহুল৷

যদিও লোকসভায় বক্তৃতা করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন ২০২৪ এর লোকসভা নির্বাচনের পরেই পরবর্তী সরকারের নেতৃত্বে আদম সুমারি অনুষ্ঠিত হবে৷ তারপরেই হবে ‘ডিলিমিটেশন’৷ তাই ২০২৯ এর আগে এই বিল কার্যকর করার উপায় নেই৷

সেরা ভিডিও

আরও দেখুন
ইমেল, হোয়াটসঅ্যাপের ‌যুগে হঠাৎ রানারের দেখা! হচ্ছে টা কী বাগনানে!
আরও দেখুন

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্রদেরও বিল পেশে মোদি সরকারের এই বিলম্ব নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়৷

বাংলা খবর/ খবর/দেশ/
Women's Reservation Bill: লোকসভায় পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল! তবে ২০২৪ নয়, কার্যকর হতে হতে সেই ২০২৯
Open in App
হোম
খবর
ফটো
লোকাল