গত মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন পেশ করা হয় ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ বিল৷ এর মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলা রাজনীতিকদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করা হয়৷ ডিলিমিটেশন নিয়মাবলি প্রয়োগের পরে এই আইন কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে৷ বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনের লোকসভা অধিবেশনে বিলটি পেশ করেছিলেন৷
advertisement
গত ২৭ বছর ধরে এই বিলটি সংসদে আটকে ছিল৷ এদিন বিলের পক্ষে বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এর আগে চারবার বিলটি লোকসভায় পেশ করা হয়েছে৷ তাঁর আবেদন ছিল, এবার অন্তত বিলটি সর্বসম্মতভাবে পাস করানো হোক৷
এদিন অধিবেশনের শুরুতেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের শুরু হয় কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির হাত ধরে৷ এই বিল নিয়ে খানিক স্মৃতিমেদুর হয়ে পড়েন তিনি৷ আগেই ঘোষণা করা হয়েছিল, কংগ্রেস এই বিষয়ে পূর্ণ সমর্থন করবে, সেই মতই বক্তব্য রাখেন তিনি৷ বলেন, এই বিষয়ে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে৷ অর্থাৎ মোদি সরকারের আনা ‘নারী শক্তি বন্দন অধিনয়ম ২০২৩’ বিলকে সমর্থন করেন তিনি, পাশাপাশি বলেন, এটি যেন এখনই কার্যকর করা হয়৷
এ দিন সংসদে বক্তব্য রাখার সময় সনিয়া বলেন, এই বিল নিয়ে দীর্ঘসূত্রিতা কেন্দ্রীয় সরকারের গাফিলতির প্রকাশ৷ তিনি বলেন, ‘নারী শক্তি বন্দন অধিনয়ম ২০২৩’ বিলটিকে আমরা পূর্ণ সমর্থন করছি৷ কিন্তু মহিলাদের এই বিষয়ের সুবিধা পেতে আইন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ আমরা সেটা চাই না, আমরা চাই এই বিলটিকে যেন এখনই আইনে পরিণত করা হয়৷ এই বিলটি আনার বিষয়ে অতিরিক্ত দেরি করেছে কেন্দ্রীয় সরকার৷ আমি সরকারকে অনুরোধ করব এখনই যেন আইন করা হয়৷’’
পরে বিলের সমর্থনে কথা বলেন সাংসদ রাহুল গান্ধিও৷ তাঁর দাবি ছিল, যত দ্রুত সম্ভব এই বিল কার্যকর করা হোক৷ পাশাপাশি, ওবিসি সংরক্ষণের বিষয়টিও বিলে যুক্ত করার দাবি করেন তিনি৷ আদম সুমারি বা ডিলিমিটেশন না করেই এই বিল কার্যকর করার পক্ষে সওয়াল করেন রাহুল৷
যদিও লোকসভায় বক্তৃতা করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন ২০২৪ এর লোকসভা নির্বাচনের পরেই পরবর্তী সরকারের নেতৃত্বে আদম সুমারি অনুষ্ঠিত হবে৷ তারপরেই হবে ‘ডিলিমিটেশন’৷ তাই ২০২৯ এর আগে এই বিল কার্যকর করার উপায় নেই৷
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্রদেরও বিল পেশে মোদি সরকারের এই বিলম্ব নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়৷