সৃষ্টির অভিযোগ, 'আমি আমার প্রিয় বন্ধু ও তাঁর পরিবারের সঙ্গে গত রাতে গুরগাঁও রাস্তায় গিয়েছিলাম। অনেকদিন পর বেরিয়েছিলাম আমি। ভেবেছিলাম খুব আনন্দ করব। আমার বন্ধুর দাদা আমাদের চারজনের জন্য টেবিল বুকিং করতে চান। ডেস্কে থাকা স্টাফ দু'বার দাদাকে এড়িয়ে যান। তৃতীয় বার জিজ্ঞেস করার পর কর্মী বলেন, হুইলচেয়ার ভিতরে যাবে না। আমরা প্রথমে ভাবি, হয়তো ঢুকতে অসুবিধে হবে বলে উনি বলছেন। পরে দেখলাম বিষয়টা আলাদা। আমরা বলি, আমরা ব্যবস্থা করে নেব, আপনি শুধু টেবিলটা দিন আমাদের। উনি তখন আমার দিকে তাকিয়ে বলেন, ভিতরে অতিথিরা বিরক্ত হবেন। এবং আমাদের ঢুকতে দেননি তিনি। আমরা হতবাক হয়ে যাই।'
advertisement
আরও পড়ুন: ব্রেক-আপ হলে কারা বেশি কষ্ট পান? ছেলেরা না মেয়েরা? প্রেমে পড়ার আগে জেনে নিন...
আরও পড়ুন: ওরাকল স্পিকস ১৩ ফেব্রুয়ারি; দেখুন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে আপনার সৌভাগ্য!
এই ঘটনার পরই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গুরুগ্রামের ডিএলএফ সাইবারহাবে অবস্থিত এই রাস্তা নামের রেস্তোরাঁটি ক্ষমা চেয়েছে সৃষ্টির কাছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। রেস্তোরাঁর মালিক ও পার্টনার গৌমতেশ সিং ব্যক্তিগত ভাবে ক্ষমা চেয়ে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, 'আমি ব্যক্তিগত ভাবে বিষয়টি খতিয়ে দেখছি। আমি এমন খারাপ অভিজ্ঞতার জন্য আগে গোটা টিমের তরফে ক্ষমা চাইছি। আমাদের কোনও কর্মী অপরাধ করে থাকলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।'
এই ঘটনার পর গুরুগ্রামের পুলিশও সৃষ্টির সঙ্গে যোগাযোগ করেছে। ট্যুইটারে আপাতত ভাইরাল হয়েছে এমন অদ্ভুত ঘটনা (Viral News)। অভিনেত্রী-পরিচালক পূজা ভাটও তীব্র নিন্দা করেছেন এই ঘটনার। গত বছরও দিল্লির এক রেস্তোরাঁয় এক মহিলাকে শাড়ি পরার কারণে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছিল। সারা দেশে শোরগোল ফেলেছিল সেই ঘটনাও।