ভিডিওতে দেখা যাচ্ছে দ্রুত গতিতে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এরপর হঠাৎ করে তিনি ডান দিকের ইন্ডিকেটর দিয়ে রাস্তার বাঁ দিকে একটি বাঁক নেন। এরপরেই তিনি ভারসাম্য না রাখতে পেরে রাস্তায় পড়ে যান।
আরও পড়ুন: বন্যায় বন্ধ রাস্তা,বুলডোজার চড়ে বিয়েবাড়িতে পৌঁছলেন বর, দেখে নিন ভাইরাল ভিডিও
কিছু পরেই ওই মহিলার সঙ্গে আরও যারা বাইক চালক ছিলেন তাঁরা ওই মহিলা স্কুটি চালককে বকাবকি করতে দেখা যায়। কিন্তু, কিছুতেই নিজের দোষ স্বীকার করতে রাজি ছিলেন না ওই মহিলা। উল্টে, সঙ্গী বাইক চালকের চাবি নিয়ে নেন তিনি।
আরও পড়ুন: সাতসকালে মাঠে যাওয়ার পথে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল…! নেকড়ে নয়…২ শিশু সহ ৭ জন জখম!
এরপরে কী হল তা জানা যায়নি। এই ঘটনার জায়গাও যায়নি। তবে ইউটিউবে এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
কিন্তু, ভিডিওর শেষে দেখা যায়, গোটা ভিডিওটি স্ক্রিপটেড। যারা ওই মহিলাকে সাহায্য করছিলেন সেই সমস্ত বাইক চালকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। এরপরেই ঘটনাস্থল ছেড়ে চলে যান ওই মহিলা এবং পুরুষ।