TRENDING:

Woman Murders Boyfriend: প্রেমে ফাঁসিয়ে যুবকের সাড়ে নয় লাখ টাকা হাতাল তরুণী, নির্জন এলাকায় মিলল প্রেমিকের লাশ!

Last Updated:

Woman Murders Boyfriend: ছেলের মৃতদেহ দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পুরো বিষয়টিতে প্রেমের সম্পর্কের কারণে হত্যার অভিযোগ উঠেছে। পরিবার ইতিমধ্যেই রবির শ্রাদ্ধ সম্পন্ন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কারনাল: হরিয়ানার কারনাল থেকে সেক্টর ৩২-৩৩ এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ যুবকের মৃতদেহটি উদ্ধার করেছে। অন্যদিকে, পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের জেরে তাকে হত্যা করা হয়েছে। কারণ যুবতীর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বর্তমানে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রেমে ফাঁসিয়ে যুবকের সাড়ে নয় লাখ টাকা হাতাল তরুণী, নির্জন এলাকায় মিলল প্রেমিকের লাশ!
প্রেমে ফাঁসিয়ে যুবকের সাড়ে নয় লাখ টাকা হাতাল তরুণী, নির্জন এলাকায় মিলল প্রেমিকের লাশ!
advertisement

তথ্য অনুযায়ী, মৃতদেহ পাওয়ার সময় পরিচয় জানা যায়নি। কিন্তু পরে যুবকের পরিচয় নিশ্চিত করা হয় এবং তিনি উত্তম নগরের বাসিন্দা ছিলেন। ছেলের মৃতদেহ দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পুরো বিষয়টিতে প্রেমের সম্পর্কের কারণে হত্যার অভিযোগ উঠেছে। পরিবার ইতিমধ্যেই রবি’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে।

আরও পড়ুন:  মাংসের দোকানের ছেলের সঙ্গে প্রেম, অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেগন্যান্ট, তারপর…

advertisement

যুবকের পরিবার জানিয়েছে যে রবি টাইলস-পাথর লাগানোর কাজ করতেন। এই সময় এক যুবতির সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে যুবতী যুবকের বিরুদ্ধে মামলা করেন এবং টাকা আদায় করেন। কিন্তু এখন রবিকে খুন করার পর তাকে সেক্টর ৩২-এর এক নির্জন জায়গায় ফেলে দেওয়া হয়েছে।

পুলিশ হত্যার মামলা দায়ের করেছে এবং আসামিদের খোঁজ শুরু করেছে। রবির পরিবার দাবি করছে, যুবতীই হত্যার পরিকল্পনা করেছে। রবির বোন জানিয়েছেন, ভাইয়ের পায়ে একদিন ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। এই সময় এক যুবতির ফোন আসে। যুবতি প্রায় সাড়ে ৯ লাখ টাকা নেয়। তিনি আরও  জানিয়েছেন, মৃতদেহের মোবাইল ফোনও খুঁজে পাওয়া যাচ্ছে না। রবির বোন জানিয়েছে, এটাও না কি যুবতীই সরিয়েছে।

advertisement

আরও পড়ুন: দিওয়ালিতে এই রাজ্যে মানুষ সুরায় গলা ভেজাতে পারবেন না, নভেম্বর মাসে কত দিন বন্ধ থাকবে মদের দোকান জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

পুলিশ কর্মকর্তা জগদেব সিং বলেন, হত্যার মামলা দায়ের হয়েছে। যুবকের পরিচয় রবি গুপ্তা। প্রেমের সম্পর্ক নিয়ে পুলিশ কর্মকর্তা বলেছেন যে এখনও তদন্ত চলছে এবং যে দোষী, তাকে গ্রেপ্তার করা হবে। রবির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা থেকে খুনের বিষয়টা আরও পরিষ্কার৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Woman Murders Boyfriend: প্রেমে ফাঁসিয়ে যুবকের সাড়ে নয় লাখ টাকা হাতাল তরুণী, নির্জন এলাকায় মিলল প্রেমিকের লাশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল