জানা গিয়েছে, নিহত মহিলা জোকার ইএসআই হাসপাতালে আয়ার কাজ করতেন৷ রবিবার নাইট ডিউটি ছিল তাঁর৷ নাইট ডিউটি শেষ করে এ দিন সকালে ছেলের স্কুটিতে চড়ে ঠাকুরপুকুরের বাড়িতে ফিরছিলেন তিনি৷
আরও পড়ুন: বরাদ্দ ১০০০ কোটি, শেষ হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাকি কাজ? বৌবাজার নিয়েই যত চিন্তা
অভিযোগ, সেই সময়ই দু'টি বেসরকারি বাস রেষারেষি করতে করতে আসছিল৷ ঠাকুরপুকুর থ্রিএ বাস স্ট্যান্ডের কাছে একটি বাস ওই স্কুটিতে ধাক্কা মারে৷ বাসের ধাক্কার জেরে স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়েন রূপাদেবী৷ তখনই এসডি ১৬ রুটের একটি বাসের চাকা ওই মহিলার মাথার উপর দিয়ে চলে যায়৷ হেলমেট পরে থাকলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার৷
advertisement
দুর্ঘটনার পর চেষ্টা করলেও পালাতে পারেনি ঘাতক বাসটি৷ সেটিকে আটকে রাখেন এলাকার মানুষ৷ ঘটনাস্থলে পৌঁছে বাস এবং চালককে আটক করে ঠাকুরপুকুর থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে চেষ্টা করা হলেও বাস চালকদের হুঁশ ফিরছে না৷ অতিরিক্ত যাত্রী তোলার আশায় রাস্তায় বেসরকারি বাসের রেষারেষি প্রতিদিনই চলছে৷ বাস চালক এবং কর্মীদের স্থায়ী বেতন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এই সমস্যা মিটবে না বলেই মত বাস মালিকদের৷ কারণ বাস কর্মীদের দৈনিক বেতন নির্ধারিত হয় মোট ভাড়ার উপর কমিশনের ভিত্তিতে৷ তাই অতিরিক্ত যাত্রীর আশায় রেষারেষিতে জড়ান বাস চালকরা৷ সমস্যা সমাধানের পথ জানা থাকলেও নানা জটিলতায় বাস কর্মীদের স্থায়ী বেতনের ব্যবস্থা শুরুর কোনও সম্ভাবনা এখনও নেই৷