কাঁধে সংসারের বোঝা! জাতীয় দলের ফুটবলার এখন ফুড ডেলিভারি গার্ল
- Published by:Suman Majumder
Last Updated:
Food delivery girl footballer: জাতীয় দলের হয়ে খেলতেন। এখন ফুড ডেলিভারি করেন। কলকাতার ফুটবলারের ভিডিও ভাইরাল।
#কলকাতা: কোটি টাকা উপার্জন করা যায় ফুটবল খেলে! হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতে ফুটবল খেলে কোটি টাকা উপার্জন করেন কেউ কেউ। আবার এদেশেই জাতীয় দলে ফুটবল খেলে কাউকে জোম্যাটোর ডেলিভারি গার্ল হিসেবে কাজ করতে হয়।
বেহালার শিবরামপুরের মেয়ে পৌলমী অধিকারী যখন প্রথম ফুটবল প্র্যাকটিস শুরু করেছিলেন, তখন হয়তো তাঁর চোখে অনেক স্বপ্ন ছিল। কিন্তু শুরুর দিনের স্বপ্নগুলো এখনও কি তিনি দেখেন! নাকি সেসব স্বপ্ন, আশা, সব এলোমেলো হয়ে গিয়েছে!
আরও পড়ুন- কোহলির শতরান, অনবদ্য রোহিত-গিল, শ্রীলঙ্কাকে ৩৭৪ রানের বিশাল টার্গেট দিল ভারত
পৌলমির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছিল। পৌলমী জানাচ্ছেন, তিনি জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন। তবে সংসারের অভাব তাঁকে ফুটবল ছেড়ে ফুড ডেলিভারির চাকরি নিতে বাধ্য করেছে।
advertisement
advertisement
জার্মানি, লন্ডন, আমেরিকা, শ্রীলঙ্কা, স্কটল্যান্ডে খেলেছেন তিনি। ভারতীয় দলের জার্সিতে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তবে সবই এখন অতীত। এখন সেই পৌলমী এক ফুড ডেলিভারি সংস্থার কর্মী। কোনও কাজই ছোট নয়, সেটা ঠিকই। তবে তাঁর মতো একজন প্রতিভাবান ফুটবলার নিজের যোগ্যতাতেই হয়তো আর ভাল কিছু পেতে পারতেন!
সকাল ৯টায় বাড়ি থেকে বেরিয়ে রাত ১০টা পর্যন্ত ফুড ডেলিভারি। দিনে আয় কোনওদিন ১৫০, কোনওদিন ২০০, কোনওদিন আবার ৩০০। মা মারা গিয়েছেন। বাবা আর তাঁর সংসার। কোনওরকমে টানছেন তিনি সেই সংসার। আর্থিক কষ্ট, মন খারাপ, স্বপ্নের অপমৃত্যু সব নিয়ে রোজ সকালে তাঁকে বেরোতে হয়। পিঠে ভারি বোঝা।
advertisement
আরও পড়ুন- কিং ইজ ব্যাক! নতুন বছরের প্রথম ম্যাচে নেমেই সেঞ্চুরি বিরাট কোহলির
পৌলমী আক্ষেপ করে বলেন, ''কেন যে এত কষ্ট করে ফুটবলার হতে গেলাম! মাঝেমাঝে বসে বসে এটা ভাবি। মাঠ থেকে দূরে থাকতে ভাল লাগে না। কিন্তু সংসার চালাতে তো হবে। তাই বাধ্য হয়েই এই কাজ করতে হয়। তবে আমার মতো অনেকেই তো আছে। তাদের অবস্থা যেন আমার মতো না হয়, সেটাই চাই। কেউ এদেশে ফুটবলার হলে যেন প্রাপ্য সম্মানটুকু পায়!'' বলতে বলতে চোখ ঝাপসা হয়ে আসে পৌলমীর। কাঁধের বোঝা নিয়ে আবার অন্ধকার ভবিষ্যতের দিকে পাড়ি দেন পৌলমী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 6:38 PM IST