TRENDING:

মাঝআকাশে সন্তানলাভ! সাতসকালে বেঙ্গালুরু-জয়পুর বিমানে হইহই কাণ্ড

Last Updated:

ইন্ডিগো 6e-469 বিমানের ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: মাঝ আকাশে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। বেঙ্গালুরু থেকে জয়পুরগামী বিমানে ওঠার পরই প্রসব যন্ত্রণা অনুভব করেন সেই মহিলা। কিন্তু তখন পাইলট ও কেভিন ক্রিউদের কিছু করার নেই। কারণ বিমান ততক্ষণে টেক অফ করেছে। ফলে বাধ্য হয়ে মাঝ আকাশেই সন্তানের জন্ম দিলেন সেই মহিলা।
advertisement

বেঙ্গালুরু থেকে ভোর পাঁচটা বেজে ৪৫ মিনিটে টেক অফ করেছিল ওই বিমান।ইন্ডিগো 6e-469 বিমানে ওঠার পরই প্রসব যন্ত্রণা শুরু হয় সেই মহিলার। সকাল আটটা বেজে পাঁচ মিনিটে সেই বিমান জয়পুর বিমানবন্দরের মাটি ছোঁয়। কিন্তু তার আগে একই বিমানে সওয়ার এক ডাক্তারের তত্ত্বাবধানে সেই মহিলার ডেলিভারি হয়। কেবিন ক্রিউরা যথাসাধ্য সহযোগিতা করেন। বিমান জয়পুরে নামার পরই তড়িঘড়ি ওই মহিলা ও সদ্যোজাত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, মা ও সন্তান দুজনই সুস্থ আছে। আর হ্যাঁ, ললিতা নামের ওই মহিলা মাঝআকাশে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।এমন ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগেও বহুবার দেখা গিয়েছে, মাঝআকাশে বিমানে সন্তানের জন্ম দিয়েছেন বেশ কয়েকজন মহিলা। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান সংস্থা ঘোষণা করেছে, মাঝআকাশে জন্ম নেওয়া শিশু আজীবন বিনা খরচায় বিমানযাত্রা করতে পারবে। তবে এক্ষেত্রে সেরকম কিছু হয়েছে কিনা এখনও জানা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মাঝআকাশে সন্তানলাভ! সাতসকালে বেঙ্গালুরু-জয়পুর বিমানে হইহই কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল