প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পাঁচজনই নাবালক। পুলিশ অভিযোগ পাওয়ার পরেই ইতিমধ্যে দুজনকে আটক করেছেন, অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ ঘটনাটি একটি বাড়িতে পার্টির সময় ঘটেছে, ওই নাবালকেরা একটি ভাড়া করা ফ্ল্যাটে বাস থাকত।
advertisement
নির্যাতিতা তরুণী অভিযোগ করেছেন যে কয়েকজন কিশোরের সঙ্গে ওই তরুণী একটি পার্টিতে অংশ নিয়েছিলেন, সেখানেই তাঁক পাঁচ যুবক যৌন নির্যাতন করে বলে অভিযোগ। মহিলা মদ্যপ ছিলেন, তাই যখন গণধর্ষণের শিকার হন তখন টের পাননি। পরের দিন সকালে জেগে ওঠার পরেই তিনি বুঝতে পারেন কী ঘটেছে।
সংবাদমাদ্যম হিন্দুস্তান টাইমসের উদ্ধৃতিতে পূর্ব গৌহাটির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) অমিতাভ বসুমাতারি বলেছেন, “মেয়েটি মঙ্গলবার গৌহাটির পানি খাইটি আউটপোস্টে এফআইআর দায়ের করেছেন এবং আমরা পাঁচজন অভিযুক্তকে আটক করেছি, অভিযুক্তরা সবাই নাবালক। তাদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং অন্য তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”