গেরুয়া-ঝড় রুখতে বামেদের প্রধান ভরসা মুখ্যমন্ত্রী মানিক সরকার। নাম না করে তাই তাঁকেই নিশানা করেছেন নরেন্দ্র মোদি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নকল মানিকের সঙ্গে তুলনা করে মোদির মন্তব্য,রাজ্যবাসী এবার হিরের সন্ধান পেয়েছেন। তাই ত্রিপুরায় পালাবদল অবশ্যম্ভাবী।
আগামী পনেরোই ফেব্রুয়ারি ফের ত্রিপুরায় প্রচার করতে আসবেন মোদি। ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় একান্নটি আসনে লড়ছে বিজেপি। জোটসঙ্গি এটিটিএফ লড়ছে নটি আসনে। ত্রিপুরায় বিধানসভার ভোট আগামী আঠেরোই ফেব্রুয়ারি। ফলগণনা আগামী ৩ মার্চ।
advertisement
ত্রিপুরার মহারণ
--বিধানসভার মোট আসন ৬০
--বিজেপি লড়ছে ৫১ আসনে
--জোটসঙ্গি এটিটিএফের বরাতে ৯টি আসন
--ত্রিপুরায় ভোট ১৮ মে
--ভোটগণনা ৩ মার্চ
এক নাগাড়ে ২০ বছর ক্ষমতায় আছে বামফ্রন্ট সরকার৷ কিন্তু এবারে কি ত্রিপুরার বাম দুর্গ অক্ষত থাকবে? প্রশ্ন সেটাই৷ নির্বাচনী প্রচারে শিল্পায়ন প্রক্রিয়ার ওপর জোর দিচ্ছেন মানিক সরকার ৷