এই অবস্থায় এক অন্য ছবি সামনে এল৷ ওড়িশার ভয়াবহ দুর্ঘটনা দেখে যেমন মানুষ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, তেমনই এই ঘটনাও স্তম্ভিত করে দেওয়ার মতোই৷
আরও পড়ুন: ‘ধামাচাপা দিতে সব সাফ হয়ে গেল’, করমণ্ডল নিয়ে বিস্ফোরক মমতা! ইঙ্গিত কার দিকে?
জানা গিয়েছে, ওড়িশার এই রেল দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়েছে, এমন মিথ্যে দাবি তুলে ক্ষতিপূরণের ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন এক মহিলা৷ এমন কি, টাকা হাতাতে রেল দুর্ঘটনায় মৃত একজনের দেহ নিজের স্বামীর বলে শনাক্ত করেন কটকের বাসিন্দা ওই মহিলা৷ ভুয়ো নথিপত্রও তৈরি করে ফেলেছিলেন৷
advertisement
আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনার শোক ক্রিকেট মাঠে, ওড়িশার দুর্ঘটনা নাড়িয়ে দিল অস্ট্রেলিয়াকেও
কিন্তু ওই মহিলার স্বামী বিজয় দত্ত নিজেই স্ত্রীর কীর্তি ফাঁস করে মানিয়াবাঁধা থানায় অভিযোগ দায়ের করেন৷ এর পরেই গোটা বিষয়টি সামনে আসে৷ অভিযুক্ত ওই মহিলা বর্তমানে পলাতক৷ তার খোঁজ করছে পুলিশ৷
বালেশ্বরের রেল দুর্ঘটনায় মোট ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের পরিবারের জন্য রেলের পক্ষ থেকে দশ লক্ষ টাকা, প্রধানমন্ত্রীর দফতর থেকে ২ লক্ষ টাকা এবং ওড়িশা সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে৷ নিজের স্বামীকে মৃত প্রমাণ করে এই ১৭ লক্ষ টাকাই হাতিয়ে নেওয়ার ছক কষেছিলেন ওই মহিলা৷