TRENDING:

বুলন্দশহরে পুলিশ অফিসারকে গুলি করে খুন করেছিল জওয়ান ? ভিডিও ফুটেজে ছড়াল চাঞ্চল্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: গত ৩ ডিসেম্বর ৷ গো-রক্ষকদের তাণ্ডবে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের বুলন্দশহর ৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে উত্তেজিত বিক্ষোভকারীদের হাতে খুন হন পুলিশ অফিসার সুবোধ কুমার সিং ৷ কিন্তু কীভাবে এবং কেন খুন হতে হল সুবোধ কুমারকে ? সেই নিয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ৷
advertisement

সম্প্রতি একটি ১১ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ভিডিওটিতেই স্পষ্ট, গুলি করে খুন করা হয়েছে সুবোধ কুমারকে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম জিতু ফৌজি ৷ মহাভ গ্রামের বাসিন্দা জিতু ৷ শুধু এই ভিডিওটিতেই নয় ৷ বুলন্দশহর ঘটনা সংক্রান্ত যেকটি ভিডিও পুলিশের হাতে এসেছে ৷ সেই ভিডিও গুলিতেই খুন হওয়ার আগে জিতুর সঙ্গে তর্কাতর্কি করতে দেখা গিয়েছে সুবোধকে ৷ তাই জিতুকেই সম্ভাব্য আততায়ী বলে মনে করছে বুলন্দশহরের পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, সেনা জওয়ান জিতুর পোস্টিং ছিল কাশ্মীরে । তাঁর বাড়ি বুলন্দশহরের সেই গ্রামেই, যে গ্রামে গত সোমবার ঘটেছিল সেই হিংসাত্মক ঘটনা । দিনকয়েক আগে জিতু কাশ্মীর থেকে এসেছিলেন তাঁর গ্রামে । গত সোমবার বুলন্দশহরের ওই ঘটনার সময় জিতু ঘটনাস্থলেই ছিলেন । যদিও ঘটনার পর সোমবারই শ্রীনগরে পালিয়ে যায় জিতু ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বুলন্দশহরে পুলিশ অফিসারকে গুলি করে খুন করেছিল জওয়ান ? ভিডিও ফুটেজে ছড়াল চাঞ্চল্য