সম্প্রতি একটি ১১ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ভিডিওটিতেই স্পষ্ট, গুলি করে খুন করা হয়েছে সুবোধ কুমারকে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম জিতু ফৌজি ৷ মহাভ গ্রামের বাসিন্দা জিতু ৷ শুধু এই ভিডিওটিতেই নয় ৷ বুলন্দশহর ঘটনা সংক্রান্ত যেকটি ভিডিও পুলিশের হাতে এসেছে ৷ সেই ভিডিও গুলিতেই খুন হওয়ার আগে জিতুর সঙ্গে তর্কাতর্কি করতে দেখা গিয়েছে সুবোধকে ৷ তাই জিতুকেই সম্ভাব্য আততায়ী বলে মনে করছে বুলন্দশহরের পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর, সেনা জওয়ান জিতুর পোস্টিং ছিল কাশ্মীরে । তাঁর বাড়ি বুলন্দশহরের সেই গ্রামেই, যে গ্রামে গত সোমবার ঘটেছিল সেই হিংসাত্মক ঘটনা । দিনকয়েক আগে জিতু কাশ্মীর থেকে এসেছিলেন তাঁর গ্রামে । গত সোমবার বুলন্দশহরের ওই ঘটনার সময় জিতু ঘটনাস্থলেই ছিলেন । যদিও ঘটনার পর সোমবারই শ্রীনগরে পালিয়ে যায় জিতু ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2018 6:15 PM IST