TRENDING:

Omicron Infection Risk: নতুন আতঙ্ক ওমিক্রন, কাদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি? জানুন

Last Updated:

ওমিক্রনকে হাল্কা ভাবে নিতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা (Omicron Infection Risk)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রতিদিনই ভারতে ওমিক্রন আক্রন্তের সংখ্যা বাড়ছে। বিশ্বের অন্য কিছু প্রান্ত থেকে খানিকটা ধীর গতিতে হলেও, আপাতত নতুন আতঙ্কের নাম ওমিক্রন (Omicron Infection Risk)। ইতিমধ্যেই দেশে ৩০০-র বেশি আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে, ফলে কেন্দ্র ও রাজ্যগুলি ডেল্টা সংক্রমণের মতোই স্বাস্থ্যপরিষেবায় গুরুত্ব বাড়াচ্ছে (Omicron Infection Risk)। ডেল্টার চেয়েও কি বেশি ছোঁয়াচে ওমিক্রন, ডেল্টার চেয়ে বেশি ভয়ের? এ প্রশ্নের নিশ্চিত জবাব এখনও পাওয়া না গেলেও, ওমিক্রনকে হাল্কা ভাবে নিতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা (Omicron Infection Risk)। দক্ষিণ আফ্রিকা ও ইউরোপে ওমিক্রমে মৃত্যুর খবর সামনে এসেছে।
advertisement

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্বাস্থ্য ও ভাইরাস বিশেষজ্ঞ ইয়ান লিপকিনের মতে, কোনও ভাবেই ওমিক্রনকে হাল্কা ভাবে নেওয়া ঠিক হবে না। দেশের করোনার তৃতীয় ঢেউ এলে তা এই ওমিক্রনের উপরেই আসার সম্ভাবনা। বিশেষজ্ঞের মতে, যাঁরা করোনাভাইরাসের টিকা েনননি, এবং যাঁদের এখনও করোনা হয়নি তাঁদের এবার ওমিক্রনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। অন্য বড় রোগের চেয়েও অনেক আগে এই ওমিক্রন আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে করোনার টিকা নেওয়া থাকলেও, ওমিক্রন আক্রান্ত হতে পারেন কেউ। সেক্ষেত্রে অনেক বেশি করোনাবিধি মেনে চলতে হবে।

advertisement

আরও পড়ুন: ওমিক্রন জোর তৎপরতা শুরু কেন্দ্রের, নয়ডায় জারি ১৪৪ ধারা

করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের (Omicron) আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ভারতেও করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই প্রতিদিন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার উপর বর্ষশেষের ছুটি ও উৎসবের মেজাজে রয়েছে দেশ। দিল্লি সমস্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করলেও, বাংলায় এমন কোনও নির্দেশিকা নেই। বরং বড় দিন থেকে ইংরেজি নববর্ষের দিন পর্যন্ত রাতের কার্ফু ও বিধিনিষেধও হাল্কা করেছে সরকার। এই পরিস্থিতিতে করোনার বিধি মানার ক্ষেত্রে অবশ্যই নজর দিতে হবে মাস্ক ব্যবহারে।

advertisement

আরও পড়ুন: ভয়ংকর হচ্ছে ওমিক্রন, পিছিয়ে যাবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন? খোদ আদালতের আর্জি!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

ওমিক্রন আতঙ্কের মধ্যে অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, সুতি বা কাপড়ের মাস্ক, যেগুলি ধুয়ে পুনরায় ব্যবহার করা যায় সেগুলি ওমিক্রনের থাবা থেকে রক্ষা করতে অপারগ। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার অধ্যাপক ট্রিশ গ্রিনহালঘের দাবি, 'এটা হয় খুব ভালো হবে, নয়তো অত্যন্ত খারাপ কিছু হবে। নির্ভর করছে কী ধরনের কাপড় সেই মাস্কে ব্যবহার করা হচ্ছে তার উপর।' বিশেষজ্ঞের দাবি, দ্বিস্তরীয় বা কিংবা তৃস্তরীয় মাস্ক, যেগুলিকে একাধিক কাপড়ের মিশ্রণ রয়েছে সেগুলি ওমিক্রন ঠেকাতে অনেক বেশি কার্যকর। কিন্তু এই মুহূর্তে বাজারে ছেয়ে গিয়েছে পাতলা এক কাপড়ের ফ্যাশন মাস্ক, যা কোনও কাজেই লাগবে না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Omicron Infection Risk: নতুন আতঙ্ক ওমিক্রন, কাদের সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল