এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের এক ভয়াবহ দুর্ঘটনায় একজন যাত্রীর বেঁচে থাকার ঘটনা গোটা দেশ স্তম্ভিত। ২৪২ জন যাত্রী নিয়ে আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে টেক অফের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। তবে ১১এ আসনের একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ১১এ আসনটি ঠিক কোথায়?
বিমানের কনফিগারেশন অনুসারে, ১১এ ইকনমি ক্লাসের প্রথম সারিতে অবস্থিত, বিজনেস ক্লাসের ঠিক পিছনে। এটি সামনের দিকে অবস্থিত একটি উইন্ডো সিট। বলা যেতে পারে, এটি এমন একটি অবস্থান যা বিমান ক্র্যাশ হওয়ার সময় যাত্রীদের বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
advertisement
ইতিমধ্যেই সামনে এসেছে আহমেদবাদ বিমান দুর্ঘটনা শেষ কয়েক সেকেন্ডের হাড়হিম করা ভিডিও৷ মাটি থেকে ৬৭৫ ফুটও উপরে উঠতে পারেনি৷ ট্যাঙ্কে দেড় লক্ষ লিটার জ্বালানি নিয়ে আছ়ডে পরে জনবহুল এলাকার একটি মেডিক্যাল কলেজের হস্টেলে৷ মুহূর্তে শেষ ২৪৬টা প্রাণ৷ যার মধ্যে ২৪১ জন বিমানযাত্রী ও ৫ জন শিক্ষানবিশ মেডিক্যাল ছাত্র৷ এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটিতে ২১৭ জন প্রাপ্তবয়স্ক ও ১১ জন শিশু ছিল। ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, ১ কানাডিয়ান, ৭ পর্তুগিজ যাত্রী ছিলেন।