তাহলে জেনে নেওয়া যাক, নতুন এই বছরে WhatsApp অ্যাপের বিকল্প হিসেবে আমরা কী কী অ্যাপ ব্যবহার করতে পারি।
আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এতদিনে Telegram এবং Signal অ্যাপ দু'টির বিষয়ে জেনে গিয়েছেন। বিশেষ করে গত বছর WhatsApp কন্ট্রোভার্সির সময় WhatsApp-এর বিকল্প হিসেবে এই দুই অ্যাপের কথা বহুবার আলোচিত হয়েছে। সোশ্যাল মাধ্যম হিসেবে এই দুই অ্যাপের জনপ্রিয়তাও বেশ তুঙ্গে। এমনকী, এই দুটি অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা WhatsApp-এর তুলনায় কম হলেও দিন দিন কিন্তু এদের জনপ্রিয়তা বাড়ছে। এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে WhatsApp ব্যবহারকারীর সংখ্যা যেখানে ২ বিলিয়ন, সেখানে Telegram ব্যবহারকারীর সংখ্যা প্রতি মাসেই লাফিয়ে বাড়ছে ৫০০ মিলিয়ন করে।
advertisement
উপরের দুই জনপ্রিয় অ্যাপ ছাড়াও Wire, Discord, Viber এবং Skype-কেও WhatsApp-এর বিকল্প অ্যাপ হিসেবে ব্যবহার করার কথা ভেবে দেখা যায়।
আরও পড়ুন - I love Berhampore: পর্যটকদের জন্য এবার বহরমপুরে উদ্বোধন করা হল আই লাভ বহরমপুর
Telegram ব্যবহারের অন্যতম সুবিধা এই যে এটি ব্যবহারকারীর ডেটার সুরক্ষা দিতে বদ্ধপরিকর এবং যে কোনও সময় যে কোনও ডিভাইস থেকে একই সঙ্গে ব্যবহার করা যায়। Telegram-এর পরেই অন্যতম জনপ্রিয় অ্যাপ হিসেবে উঠে আসে Signal। এটিও ব্যবহারকারীদের প্রাইভেসির ওপর বিশেষ নজর রেখেছে। এই প্রসঙ্গে মনে আসে, টেসলা (Tesla) চিফ এলন মাস্ক (Elon Musk) নিজে একবার সকলকে Signal ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। এই বিকল্প অ্যাপগুলি ব্যবহারে গ্রাহকদের সুবিধের কথা মাথায় রেখেই বানানো হয়েছে।
আরও পড়ুন- Job Vacancy: রেলওয়ের অধীনে প্রচুর পদে নিয়োগ, জানুন বিস্তারিত বিবরণ
সত্যি বলতে কী, এমন অনেক ব্যবহারকারীই রয়েছেন যাঁরা পরিবার-পরিজন বা অফিস গ্রুপের কারণে অনিচ্ছা সত্ত্বেও WhatsApp ব্যবহার করছেন। তবে শেষ পর্যন্ত WhatsApp-এর বিকল্প ব্যবহার করা বা না করা ব্যক্তির নিজস্ব মতামতের ওপরেই বর্তায়, সেটাও না বললে অন্যায় হবে!