বিষয়টা ভয়ঙ্কর হতে পারে। অনেকেই বলেন এজন্য জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ। কিন্তু সত্যিই কি ট্রাফিক পুলিশ পারে এভাবে মোটর বাইক চালানোর জন্য জরিমানা করতে? বিভ্রান্তি থেকেই যায়।
জেনে নেওয়া যাক আসল সত্যিটা—
সত্যিই কি রাস্তায় মোটর বাইক চালানোর সময় হাতল থেকে হাত ছেড়ে চালানো যায়! নাকি ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লে জরিমানা দিতে হবে এই কারণে!
advertisement
আরও পড়ুন- *401# ডায়াল করবেন না, লুকিয়ে আছে বড় বিপদ, সতর্ক করে দিল সরকার
ঘটনা হল রাস্তায় যানবাহন নিয়ে যেকোনও রকম কেরামতি দেখানো, স্টান্ট করা বেআইনি। ট্রাফিক পুলিশ এই ভাবে প্রকাশ্য রাস্তায় স্টান্ট করতে দেখলে এমনকী অসাবধানে সাইকেল চালাতে দেখলেও তৎক্ষণাৎ জরিমানা করতে পারে।
প্রতিদিন সারা দেশে অসংখ্য মানুষকে এই ভাবে মোটরবাইক চালানোর জন্য হাজার হাজার টাকা জরিমানা দিতে হয়।
কিন্তু সব থেকে বড় বিষয় হল, জরিমানা দেওয়াই সব নয়, এটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। আরোহীর প্রাণের ঝুঁকি তৈরি হয়।
হ্যান্ডেল ছেড়ে বাইক চালানোর অসুবিধা:
এভাবে হ্যান্ডেল ছেড়ে বাইক চালালে আরোহী বাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন।
তার ফলে দুর্ঘটনা ঘটতে পারে এবং আরোহী গুরুতর আঘাত পেতে পারেন। এমনকী মৃত্যুও ঘটে থাকে আকছাড়।
নিজে তো বটেই এই ভাবে দায়িত্বজ্ঞানহীন ভাবে গাড়ি চালালে রাস্তায় অন্য পথচারীকে জখম করার আশঙ্কাও থাকে। যেতে পারে কোনও নিরীহ প্রাণ।
সতর্কতার উপায়—
মোটরবাইক বা সাইকেল চালানোর সময় সর্বদা বাইকের হ্যান্ডেলটি ধরে রাখা দরকার।
আরও পড়ুন- বিগ ধামাকা সেল! স্মার্টফোনে বিরাট ছাড়, এখনই দেখে নিন আকর্ষণীয় সেরা অফারগুলি
কোনও ভাবেই মোবাইলে কথা বলা যাবে না।
খুব ক্লান্ত থাকলে বা নেশাগ্রস্ত হলে বাইক চালানো এড়িয়ে যাওয়া উচিত।
