TRENDING:

Ajit Pawar plane crash: কেন ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান? জানালেন প্রাক্তন IAF পাইলট

Last Updated:

Ajit Pawar plane crash: দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, "আমি জানি না প্রথমবারের চেষ্টা বাতিল করা হয়েছিল কি না, আর শুধু খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার জন্যই কি না, নাকি প্লেনের কোনও টেকনিক্যাল সমস্যা ছিল"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর ঘটনায়, দুর্ঘটনায় নিহত পাইলটের বন্ধু ও প্রাক্তন IAF পাইলট Capt (R) এহসান খালিদ সংবাদমাধ্যম এএনআইকে বলেন, “… এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি ওই পাইলটকে Sahara-র সময় থেকে চিনি, প্রায় দুই দশক আগে থেকে। উনি একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। আমাকে বলা হয়েছে, প্লেনটা যখন প্রথমবার ল্যান্ড করার চেষ্টা করছিল, তখন সেটাকে আবার ঘুরিয়ে দ্বিতীয়বার ল্যান্ড করার চেষ্টা করতে হয়েছিল। আমি জানি না প্রথমবারের চেষ্টা বাতিল করা হয়েছিল কি না, আর শুধু খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার জন্যই কি না, নাকি প্লেনের কোনও টেকনিক্যাল সমস্যা ছিল”।
কেন ভেঙে পড়ল পওয়ারের বিমান?
কেন ভেঙে পড়ল পওয়ারের বিমান?
advertisement

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ নিয়ে বড় চক্রান্ত পাকিস্তানের! আইসিসি এবং ভারতের বিরুদ্ধে চরম পদক্ষেপ

পাশাপাশি এই দুর্ঘটনা নিয়ে এহসান খালিদ বলেন, “আমার জানা মতে, কোনো টেকনিক্যাল ম্যালফাংশনের কল রিপোর্ট হয়নি। মিডিয়া আর DGCA-র মতে, দৃশ্যমানতা ছিল মার্জিনাল। মানে খুব ভালও না, খুব খারাপও না। যদি খুব খারাপ হতো, তাহলে পাইলট ল্যান্ড করার চেষ্টা করতেন না। মার্জিনাল দৃশ্যমানতা মানে অবস্থা পরিষ্কার ছিল না, এক ধরনের ‘যাব না যাব না’ অবস্থা। এরকম পরিস্থিতিতে, বিশেষ করে Baramati-এর মতো এয়ারফিল্ডে, যেখানে বেশি ইলেকট্রনিক সাপোর্ট নেই, তখন আসল দৃশ্যমানতা রিপোর্টের চেয়ে কমও হতে পারে। প্লেনের পাইলট রিপোর্ট অনুযায়ী দৃশ্যমানতা দেখতে পান না, তাই এটা খারাপ আবহাওয়া, টেকনিক্যাল সমস্যা বা পাইলটের জাজমেন্টের ভুলের কম্বিনেশনও হতে পারে। এটা এখন তদন্তাধীন, আর DGCA ইতিমধ্যেই সব প্লেনের ডকুমেন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, যাতে বোঝা যায় রিলিজের সময় কোনও টেকনিক্যাল ঘাটতি ছিল কি না…”

advertisement

আরও পড়ুন: বিশ্বকাপ বয়কট করে শাস্তির মুখে বাংলাদেশ! একটি ভুলে ২২ বছর এক দেশের ক্রিকেট বন্ধ করেছিল ICC

Nationalist Congress Party (NCP-SCP) বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার তাঁর ভাইপো এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্লেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আর এই দুর্ঘটনা নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন রেশমি কাবাব, ফ্রাইড রাইস...! বিয়েবাড়ি ফেল, ৩০ টাকা চাঁদায় সরস্বতী পুজোয় এলাহি ভোজ
আরও দেখুন

ওনার প্রথম প্রতিক্রিয়ায়, NCP-SCP-র এই প্রবীণ নেতা বলেছেন, “কিছু মানুষ এই ঘটনাটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে, কিন্তু এখানে কোনও রাজনীতি নেই, আর প্লেন দুর্ঘটনাটা পুরোপুরি একটা দুর্ঘটনা ছিল”। এই দুর্ঘটনাটাকে মর্মান্তিক বলে উল্লেখ করে, শরদ পাওয়ার সবাইকে অনুরোধ করেছেন যেন কেউ এই ঘটনাকে রাজনীতিকরণ না করে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar plane crash: কেন ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান? জানালেন প্রাক্তন IAF পাইলট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল