আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ নিয়ে বড় চক্রান্ত পাকিস্তানের! আইসিসি এবং ভারতের বিরুদ্ধে চরম পদক্ষেপ
পাশাপাশি এই দুর্ঘটনা নিয়ে এহসান খালিদ বলেন, “আমার জানা মতে, কোনো টেকনিক্যাল ম্যালফাংশনের কল রিপোর্ট হয়নি। মিডিয়া আর DGCA-র মতে, দৃশ্যমানতা ছিল মার্জিনাল। মানে খুব ভালও না, খুব খারাপও না। যদি খুব খারাপ হতো, তাহলে পাইলট ল্যান্ড করার চেষ্টা করতেন না। মার্জিনাল দৃশ্যমানতা মানে অবস্থা পরিষ্কার ছিল না, এক ধরনের ‘যাব না যাব না’ অবস্থা। এরকম পরিস্থিতিতে, বিশেষ করে Baramati-এর মতো এয়ারফিল্ডে, যেখানে বেশি ইলেকট্রনিক সাপোর্ট নেই, তখন আসল দৃশ্যমানতা রিপোর্টের চেয়ে কমও হতে পারে। প্লেনের পাইলট রিপোর্ট অনুযায়ী দৃশ্যমানতা দেখতে পান না, তাই এটা খারাপ আবহাওয়া, টেকনিক্যাল সমস্যা বা পাইলটের জাজমেন্টের ভুলের কম্বিনেশনও হতে পারে। এটা এখন তদন্তাধীন, আর DGCA ইতিমধ্যেই সব প্লেনের ডকুমেন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, যাতে বোঝা যায় রিলিজের সময় কোনও টেকনিক্যাল ঘাটতি ছিল কি না…”
advertisement
Nationalist Congress Party (NCP-SCP) বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার তাঁর ভাইপো এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্লেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আর এই দুর্ঘটনা নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন।
ওনার প্রথম প্রতিক্রিয়ায়, NCP-SCP-র এই প্রবীণ নেতা বলেছেন, “কিছু মানুষ এই ঘটনাটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে, কিন্তু এখানে কোনও রাজনীতি নেই, আর প্লেন দুর্ঘটনাটা পুরোপুরি একটা দুর্ঘটনা ছিল”। এই দুর্ঘটনাটাকে মর্মান্তিক বলে উল্লেখ করে, শরদ পাওয়ার সবাইকে অনুরোধ করেছেন যেন কেউ এই ঘটনাকে রাজনীতিকরণ না করে।
