বিশ্বব্যাপী পাসওয়ার্ড ম্যানেজার নর্ডপাসের করা গবেষণায় উঠে এসেছে, ভারতে 'পাসওয়ার্ড' শব্দটি সবচেয়ে বেশি মানুষ নিজেদের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন (Common Password in India)। যার ফলে খুব সহজেই সেই পাসওয়ার্ড ভেঙে অনলাইন প্রতারণা করা সম্ভব হয়। প্রায় ৫০টি দেশ নিেয় এই গবেষণা চালিয়েছিল সংস্থাটি। সেখানেই ভারতের সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড হিসেবে উঠে এসেছে এই পাসওয়ার্ড শব্দটি। শুধু ভারত নয়, জাপানও এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হল এই পাসওয়ার্ড শব্দটি।
advertisement
ভারতবাসীর পছন্দের পাসওয়ার্ডের মধ্যে এরপরেই রয়েছে 12345, 123456, 123456789, 123455678, India123, 1234567890, 1234567, qwerty এবং abc123। এছাড়াও ভারতের তালিকায় রয়েছে iloveyou, krishna, sairam ও omsairam। গবেষণায় সবচেয়ে উপরে রয়েছে 12345 ও qwerty। এগুলি ভারতে নয়, গোটা বিশ্বে জনপ্রিয়। ভারতে নিজেদের প্রিয় মানুষের নামে সবচেয়ে বেশি পাসওয়ার্ড রাখার চলও রয়েছে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী স্যানিটেশন চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবারে ভারতের মিশন পানির মঞ্চে জ্যাক সিম!
তবে সহজ পাসওয়ার্ড হওয়ার কারণে হ্যাকারদের বেশিরভাগ হানার শিকার হয় আমাদের পাসওয়ার্ডগুলি। গবেষণা জানা গিয়েছে, ২০০-র মধ্যে ৬২টি পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। মাত্র এক সেকেন্ডের মধ্যে এই কাজ করতে পারে হ্যাকাররা। এ প্রসঙ্গে নর্ডপাস-এর CEO জোনাস কার্লক্লিস বলেছেন, 'পাসওয়ার্ডের সুরক্ষার বিষয়ে সচেতন নন বেশিরভাগ মানুষ। ডিজিটাল যুগে এখন আমাদের সব কিছুই অনলাইনে প্রবেশ করেছে। সেই জায়গায় সুরক্ষিত পাসওয়ার্ড না দিলে সাইবার হানার মুখে পড়তে হবে আমাদের। এ বিষয়ে সচেতন হওয়া দরকার।'
