TRENDING:

কাশ্মীরে ৩৫এ ধারাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, ৩৫এ ধারা কী?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ৩৭০ ধারার পাশাপাশি ৩৫A ধারাও জম্মু-কাশ্মীর থেকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ এ হেন পরিস্থিতিতে জম্মু-কাশ্মীর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা-সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করা হয়েছে৷ জম্মু-কাশ্মীরের ৩৫এ ধারাটি ঠিক কী?
advertisement

১৯৫৪ সালে ৩৫এ ধারা চালুর সাংবিধানিক নির্দেশ দেন তত্‍‌কালীন দেশের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ৷ নেহরু সরকারের পরামর্শেই ওই ধারা প্রযোজ্য হয় কাশ্মীরে৷ সংসদে বিল আনা হয়৷ জম্মু-কাশ্মীরের প্রশাসনে পঞ্জাবিদের নিয়োগের তীব্র বিরোধিতা শুরু করেন কাশ্মীরি পণ্ডিতরা৷ এই কারণেই, ১৯২৭ সালে একটি আইন এনেছিলেন মহারাজা হরি সিং৷ সেই আইনে কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের কিছু নির্দিষ্ট সুবিধা দেওয়া হয়৷ স্বাধীনতার পরে ১৯৫২ সালে তত্‍‌কালীন প্রধানমন্ত্রী জওহরাল নেহরু ও জম্মু-কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লা দিল্লি চুক্তি সই করেন৷ দিল্লি চুক্তিতে জম্মু-কাশ্মীরের নাগরিকদের কিছু বিশেষ সুবিধায় সম্মতি জানানো হয়৷

advertisement

৩৫এ ধারায় কী বলা হচ্ছে?

এই ধারায় জম্মু-কাশ্মীর সরকার কোনও ব্যক্তিকে কাশ্মীরের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার অধিকার রাখে৷ স্থায়ী নাগরিকরা কিছু বিশেষ পান৷ কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাই জম্মু-কাশ্মীরে জমি বা সম্পত্তি কেনা-বেচা, সরকারি চাকরি ও রাজ্যের স্কলারশিপ পাবেন৷

রাজ্যের বাসিন্দা কোনও মহিলা রাজ্যের বাইরের কাউকে বিয়ে করলে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হন। তাঁর উত্তরাধিকারীদেরও সম্পত্তির উপরে অধিকার থাকে না।

advertisement

কেন্দ্রীয় সরকারের অবস্থান কী?

এনডিএ সরকার জম্মু-কাশ্মীরের জন্য ৩৫এ ধারা চায় না৷ এই আইনের অপব্যবহার করা হচ্ছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে আগেই সতর্ক করেছিল কেন্দ্র৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে ৩৫এ ধারাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, ৩৫এ ধারা কী?