TRENDING:

অধীর চৌধুরী ও আব্দুল মান্নানের দূরত্ব কি বাড়ছে ?

Last Updated:

কয়েকমাস আগেও দুজনের সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়। আব্দুল মান্নানকে ছাড়াই প্রদেশ কংগ্রেসের সব অনুষ্ঠান করতেন অধীর চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভোট মিটতেই  অধীর চৌধুরী ও আব্দুল মান্নানের দূরত্ব কি বাড়ছে। প্রদেশ নেতৃত্বের তরফে অধীর নির্বাচন সংক্রান্ত রিপোর্ট দিয়েছিলেন দশ জনপথে। সোমবার আলাদা রিপোর্ট দিলেন মান্নান। সোনিয়া গান্ধির কড়া নির্দেশ, কোন্দল সরিয়ে রেখে কাজ করুন।
advertisement

কয়েকমাস আগেও দুজনের সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়। আব্দুল মান্নানকে ছাড়াই প্রদেশ কংগ্রেসের সব অনুষ্ঠান করতেন অধীর চৌধুরী। প্রদেশ সভাপতিকে এড়াতে বিধান ভবনে যেতেন না মান্নান।

একটি ফ্যাক্টর দুজনকে কাছাকাছি এনেছে অতি সম্প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর ও মান্নান দুজনই কট্টর মমতা বিরোধী। সেই সূত্রেই মানস ভুঁইয়াকে টপকে মান্নান বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু, তাতে কি দুই নেতার মধ্যে ফাটল আদৌ দূর হয়েছে। নাকি ভোট মিটতেই আবার দূরত্ব বাড়ছে।

advertisement

দশ জনপথে নির্বাচন সংক্রান্ত রিপোর্ট দাখিলের প্রসঙ্গে ফের এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রদেশ কংগ্রেস সভাপতির পর সোমবার এই রিপোর্ট সোনিয়া গান্ধিকে দেন বিধানসভার বিরোধী দলনেতা।

অধীর প্রদেশ নেতৃত্বের রিপোর্ট কংগ্রেস সভানেত্রীকে দিলেও আলাদা রিপোর্ট দিয়েছেন মান্নান।

রাজ্য স্তরে দুই শীর্ষনেতার মধ্যে আবার যাতে বিরোধ তৈরি না হয়, তাই কড়া বার্তা িদয়েছেন কংগ্রেস সভানেত্রী। দশ জনপথে সোমবারের বৈঠকে মান্নানকে সোনিয়ার নির্দেশ, মিলেমিশে কাজ করুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মান্নানকে বিরোধী দলনেতা করার নেপথ্যে জোরালো সমর্থন ছিল অধীরের। কিন্তু মান্নানকে ঘিরে কংগ্রেসের অধীর বিরোধী চক্র আবার সক্রিয় হয়ে উঠছে বলে মত রাজনৈতিক মহলের। এমনকী শান্তিপুরে কংগ্রেসের চমকপ্রদ জয়ের পরও বিজয় সমাবেেশ দেখা যায়নি প্রদেশ সভাপতিকে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অধীর চৌধুরী ও আব্দুল মান্নানের দূরত্ব কি বাড়ছে ?