ট্যুইটে অমিত শাহ লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস বিজেপি-কে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে৷ যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে৷’’
আরও পড়ুন: হাতে মাত্র সাত দিন! একুশের মঞ্চেই পঞ্চায়েতের বিজয় যাপন, ময়দানে নামলেন অভিষেক
advertisement
প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জেতা আসনের সংখ্যা ছিল ৫ হাজার ৭৭৯৷ তার তুলনায় এইবছর তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে৷ বিজেপি জিতেছে প্রায় ৯ হাজার ৫১৩ আসনে। অর্থাৎ, এবার ২৫% ভোট পেয়েছে বিজেপি।
এদিন অমিত শাহ লেখেন, ‘‘এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রী @narendramodi জি-এর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।’’
আরও পড়ুন: সফল উড়ান! কক্ষপথে পৌঁছে দিচ্ছে ‘বাহুবলী’ রকেট, চাঁদের মাটি থেকে এবার উঠবে সেলফি-ও
নিজের ট্যুইটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতাকর্মীদের পঞ্চায়েতের ফলাফল নিয়ে অভিনন্দন জানান শাহ৷ লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং @DrSukantaBJP, শ্রী @SuvenduWB এবং সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন, যাঁরা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন।’’
তবে, উল্লেখযোগ্য ভাবে অমিত শাহের ট্যুইটে আলাদা করে উল্লেখ ছিল না বঙ্গ বিজেপির অন্যতম নেতা তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের৷
এদিন শাহের এই ট্যুইট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁর কটাক্ষ, ‘‘অমিত শাহ – ৩৮% যদি কমে ২২% হয় সেটা বাড়া না কমা। এরকম লোক স্বরাষ্ট্র মন্ত্রী হলে বুঝতে পারছেন দেশের কী অবস্থা? ধারাবাহিক ভাবে যারা সন্ত্রাস করে তারা বিজেপি করে৷ ২০২১ এর পরেও এরা একইভাবে বাংলাকে কলুষিত করেছিল। ২০২৩ সালে এর জবাব দিয়েছে। এর জবাব ২০২৪ সালে মানুষ আবার দেবে।’’