স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গ্রামের পুকুরপাড়ে রাস্তার পাশে বসে মদ্যপান করছিলেন দু’জনে। মদ্যপানের কিছুক্ষণ পরই হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয়। পরে দ্রুত স্থানীয়রা তাদের ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
advertisement
পুলিশ জানিয়েছে, মদের বিষক্রিয়ায় মৃত্যু নাকি কোনও বিষাক্ত প্রাণীর কামড় বা অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কিত, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মদ্যপানের বিষক্রিয়ায় মৃত্যু নাকি অন্য কোনও কারণে সবটাই তদন্ত করা হচ্ছে। এর পিছনে জড়িত থাকলে ব্যবস্থা নেবে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।