TRENDING:

বিধ্বস্ত বাংলা, স্বাভাবিক ছন্দে ফেরাতে সেনার সাহায্য চাইল নবান্ন

Last Updated:

শনিবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে সেনার সঙ্গে সঙ্গে রেল ও পোর্টকেও এগিয়ে আসতে আহবান জানানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৭২ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ ধ্বংস লীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান ৷ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলার জেলাগুলি এখনও গুণে চলেছে শুধুই ক্ষয়ক্ষতির খতিয়ান ৷ ভয়ঙ্কর দুর্যোগে সম্পূর্ণ তছনছ হয়ে যাওয়া রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এবার সেনার সাহায্য চাইল রাজ্য সরকার ৷
advertisement

শনিবার স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে সেনার সঙ্গে সঙ্গে রেল ও পোর্টকেও এগিয়ে আসতে আহবান জানানো হয়েছে ৷ বিভিন্ন দফতর থেকে কর্মী ও জিনিসপত্র পাঠানোর আবেদন স্বরাষ্ট্র দফতরের ৷ রাজ্যের এরকম বিপর্যয়ে ২৪ ঘণ্টা নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন কর্মীরা ৷ তবুও পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময়ের প্রয়োজন ৷ সেই কারণেই এরকম অসহায় পরিস্থিতিতে আরও কর্মীর জন্য সেনার কাছে সাহায্য চেয়েছে রাজ্য বলে জানা গিয়েছে ৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানানো হয়েছে ভারতীয় রেল ও পোর্টকেও ৷ বেসরকারি সংস্থাগুলির কাছেও সাহায্যের আহবান রাজ্যের ৷

advertisement

দুই ২৪ পরগণা সহ কলকাতা আমফানের দাপটে সম্পূর্ণ বিধ্বস্ত ৷ জায়গায় জায়গায় গাছ উপড়ে গিয়েছে ৷ ধ্বংস লক্ষাধিক বাড়ি ৷ গ্রামাঞ্চলে তো দূরে খাস কলকাতা শহরেই বহু এলাকায় এখনও বিদ্যুত সংযোগ ফেরেনি ৷ আমফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেই ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতিগ্রস্ত প্রায় ৭৬ লক্ষ মানুষ৷ উপড়ে গিয়েছে ৪১ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি৷ ৫৬টি নদীবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তার উপরে, আরও ৩২টি নদী বাঁধে ফাটল ধরেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জেলার ৩.২ লক্ষ মৎস্যজীবীও আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
বিধ্বস্ত বাংলা, স্বাভাবিক ছন্দে ফেরাতে সেনার সাহায্য চাইল নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল