এদিকে বিধানসভা নির্বাচনের ২৯২টি আসনের গণনা চলছে। গণনা শুরু হওয়ার পর থেকে প্রায় দু'ঘণ্টা অতিক্রান্ত হতে চলল। এই মুহূর্তে যা ট্রেন্ড , তাতে ১৫০ আসনে এগিয়ে তৃণমূল। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে তৃণমূল। আপাতত নন্দীগ্রাম কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারি। ভবানীপুরে প্রথম রাউন্ড গণনা শেষ। ২২০০ ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়। পিছিয়ে 'সাতে পাঁচে' না থাকা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। আসানসোল দক্ষিণে এগিয়ে অগ্নিমিত্রা পল, বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়। চলছে হাড্ডাহাডি লড়াই। চূঁচূড়ায় পিছিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এ দিকে ডাবগ্রাম ফুলবাড়িতে পিছিয়ে রাজ্যের মন্ত্রী গৌতম দেব। দিনহাটায় পিছিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
advertisement
তারকেশ্বরে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে তৃণমূল। মঙ্গলকোটে এগিয়ে তৃণমূল। মেমারিতে এগিয়ে তৃণমূল। ১৫১টির মধ্যে ৮১টি তে এগিয়ে তৃণমূল। রাজারহাটে এগিয়ে বিজেপি। ক্রমেই চওড়া হচ্ছে পোস্টাল ব্যালটের ব্যবধান। বেহালার দুটি কেন্দ্রে এগিয়ে বিজেপির শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। সবংয়ে এগিয়ে মানস ভুঁইয়া। অশোকনগরে এগিয়ে ISF-র তাপস বন্দ্যোপাধ্যায়। খড়দহে এগিয়ে শিলভদ্র দত্ত। ব্যারাকপুরে এগিয়ে রাজ চক্রবর্তী। দমদম উত্তরে পিছিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। দমদমে পিছিয়ে ব্রাত্য বসু। হাবড়ায় এগিয়ে তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক, পিছিয়ে বিজেপি প্রার্থী রাহুল সিনহা।
শিলিগুড়িতে পিছিয়ে গুরু অশোক ভট্টাচার্য, এগিয়ে শিষ্য শঙ্কর ঘোষ। পিছিয়ে দমদম উত্তরের মোর্চা প্রার্থী তন্ময় ভট্টাচার্য। পিছিয়ে মহম্মদ সেলিম। টালিগঞ্জে ৪,৫১২ ভোটে এগিয়ে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস। পিছিয়ে বাবুল সুপ্রিয়। চন্ডীপুরে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। রাজারহাটে এগিয়ে বিজেপি। প্রথম দফার পরে ২০০০ ভোটে পিছিয়ে কান্তি গঙ্গোপাধ্যায়।