এছাড়াও ঠিক হয়েছে, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী কাজ করবেন(Weekend Curfew Imposed In Delhi)। অন্য দফতরের কর্মীরা বাড়ি থেকেই কাজ করবেন। বেসরকারি দফতরদেরও ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বাকিরা ওয়ার্ক ফ্রম হোম করবেন। এদিন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া জানান, ডিডিএম এ সিদ্ধান্ত নিয়েছে শনি ও রবিবার দিল্লিতে কার্ফু জারি থাকবে । বাস ও মেট্রো পরিসেবা সচল থাকবে। ১০০ শতাংশ যাত্রী নিয়েই চলবে সরকারি বাস ও মেট্রো।
advertisement
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা আক্রান্ত। মঙ্গলবার তিনি নিজেই ট্যুইট করে জানান এ কথা। দিল্লিতে করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে রবিবারই কেজরিওয়াল দিল্লিবাসীকে উদ্বিগ্ন হতে বারণ করেছিলেন। আর মঙ্গলবার সকালে তিনিই করোনা পজিটিভ! রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলি করোনা হটস্পট হয়ে উঠছে । এখনও পর্যন্ত দিল্লির ছয়টি হাসপাতলে ৫৮ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: ৭ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব! থাকছে বিধি-নিষেধ
সোমবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ছিল ৬.৪৬ শতাংশ(Weekend Curfew Imposed In Delhi)। প্রশাসন সূত্রে খবর, যদি সংক্রমণের হার লাগাতার দু’দিনের বেশি ৫ শতাংশের উপরে থাকে, তা হলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। বর্তমানে রাজধানীতে হলুদ সতর্কতা বহাল রয়েছে। দেশের মধ্যে ওমিক্রন আক্রান্তের দিল্লি দুই নম্বরে।
আরও পড়ুন: সপ্তাহান্তে কার্ফু দিল্লিতে, দেশের রাজধানীতে করোনা সংক্রমণ লাগামছাড়া!
২০২১-এর ৩০ এবং ৩১ ডিসেম্বররে মধ্যে সেখানে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন সংক্রমণের ঘটনা লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, জিন পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ৮১ শতাংশের ওমিক্রন ধরা পড়েছে। সোমবার দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন। তিনি জানান, দিল্লিতে করোনা চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত। রয়েছে অক্সিজেন-সহ চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুতও।
RAJIB CHAKRABORTY