ওই প্রতিবেদনে বলা হয়েছে যে বিয়ে ঠিক হওয়ার পর ইতিমধ্যেই পাত্রের পরিবারের তরফে কন্যাপণ দেওয়া হয়েছে৷ কিন্তু পাত্রীর বাড়ির তরফে আরও পণ দাবি করা হয়৷ তাতে সম্মত হয়নি পাত্রপক্ষ৷ শেষ পর্যন্ত বিয়ে বাতিল হয়ে যায়৷
advertisement
হায়দরাবাদের ঘাটকেসর এলাকায় হওয়ার কথা ছিল ওই বিয়ের অনুষ্ঠান৷ ভদ্রাদ্রি কোথাগুড়েম জেলার অশ্বারাপেট গ্রাম থেকে পাত্রীকে নিয়ে বিয়ের জন্য আসে তাঁর পরিবার৷ কিন্তু যে হোটেলে তাঁরা উঠেছিলেন, সেখানেই সুর কাটল৷ পাত্রীপক্ষ সরাসরি জানিয়ে দেয় তাঁরা আরও পণ চান৷ তাঁদের দাবিতে বিয়ের মণ্ডপ ছেড়ে তৎক্ষণাৎ চলে যায় পাত্রপক্ষ৷ ঘটনাস্থলে পুলিশ এসে মধ্যস্থতার চেষ্টাও করে দু’ পক্ষের মধ্যে৷ কিন্তু কোনও লাভ হয়নি৷
আরও পড়ুন : অস্কার অনুষ্ঠানে দর্শকাসনে বসে কেঁদে ফেললেন দীপিকা, তাঁর চোখে জল এল এই কারণে
পরবর্তীতে পুলিশের তরফে জানানো হয় ‘‘দুই পরিবার নিজেদের মধ্যে কথা বলে বিয়ে খারিজ করে দেয়৷ কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ কাউকে গ্রেফতারও করা হয়নি৷ মনে করা হচ্ছে এই সম্বন্ধে খুশি ছিলেন না পাত্রী৷ তাই তিনি অতিরিক্ত কন্যাপণের দাবি করেন৷ এবং শেষ পর্যন্ত তিনি মণ্ডপেও আসেননি৷’’