Deepika Padukone In Tears at Oscars 2023: অস্কার অনুষ্ঠানে দর্শকাসনে বসে কেঁদে ফেললেন দীপিকা, তাঁর চোখে জল এল এই কারণে

Last Updated:

Deepika Padukone In Tears at Oscars 2023: দর্শকাসনে বসে দীপিকার চোখের কোণে জল ধরা পড়ে ক্যামেরায়। আবেগী দীপিকার ভিডিও এখন ভাইরাল

এর পর যখন নাটু নাটু-কে অস্কার পুরস্কৃত হিসেবে ঘোষণা করা হয়, তখন আর দীপিকা চোখের জল ধরে রাখতে পারেননি৷
এর পর যখন নাটু নাটু-কে অস্কার পুরস্কৃত হিসেবে ঘোষণা করা হয়, তখন আর দীপিকা চোখের জল ধরে রাখতে পারেননি৷
লস অ্যাঞ্জেলস: অস্কার মঞ্চে বিজয়ী হিসেবে আরআরআর-এর নাটু নাটু-র নাম ঘোষিত হতেই চোখের জল ধরে রাখতে পারলেন না দীপিকা পাড়ুকোন। এস এস রাজামৌলীর ছবির এই গান এ বছর সেরা মৌলিক সঙ্গীত বিভাগে পুরস্কৃত হল। এ বার দেশকে এনে দিল দ্বিতীয় অস্কার পুরস্কার। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন সুরকার এমএম কীরাবাণী। তখন দর্শকাসনে বসে দীপিকার চোখের কোণে জল ধরা পড়ে ক্যামেরায়। আবেগী দীপিকার ভিডিও এখন ভাইরাল।
আরআরআর দলের অন্যান্যদের থেকে দূরে বসলেও দীপিকা তাঁর সমর্থনের ভাষা ও আনন্দাশ্রু গোপন করার চেষ্টা করেননি। এ বার অস্কার মঞ্চে নাটু নাটু-র পারফরম্যান্সকে ইন্ট্রোডিউসও করে দেন তিনি। বলেন ‘‘অসাধারণ মনোগ্রাহী সুর যেখানে আছে ছন্দের ঝঙ্কার এবং অনবদ্য নাচের ভঙ্গি৷ সব মিলিয়ে গানটি পরিণত হয়েছে গ্লোবাল সেনসেশনে৷ আরআরআর ছবিতে গানটির দৃশ্য তথা দৃশ্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ বাস্তব জীবনে ভারতীয় বিপ্লবী অল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের মধ্যে বন্ধুত্বকে উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন :  বিরল সাদা হরিণ দেখা গেল দেশের এই অভয়ারণ্যে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
প্রসঙ্গত নাটু নাটু-ই ভারত থেকে প্রথম গান হিসেবে পুরস্কৃত হল অস্কারের সেরা মৌলিক সঙ্গীত বিভাগে৷ গত শতকের কুড়ির দশকের দুই কিংবদন্তিসম স্বাধীনতা সংগ্রামী অল্লুরি সীতারামারাজু এবং কোরমান ভীমের বন্ধুত্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবি রেকর্ড সাফল্য পেয়েছে বক্সঅফিসে৷ মুখ্য ভূমিকায় আছেন রাচমরণ এবং জুনিয়র এনটিআর৷ এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগণ, অলিভিয়া মোরিস, অ্যালিসন ডুডি এবং রে স্টিভেনসন৷ ছবির গান ‘নাটু নাটু’ ভাইরাল হওয়ার পাশাপাশি সমালোচক মহলেও প্রশংসিত হয়েছে ‘আরআরআর’৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone In Tears at Oscars 2023: অস্কার অনুষ্ঠানে দর্শকাসনে বসে কেঁদে ফেললেন দীপিকা, তাঁর চোখে জল এল এই কারণে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement