অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টি কাঁপাতে চলেছে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২৯ জুলাই থেকে ৭ অগাস্ট পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাসল্যান্ড, মণিপুর, ত্রিপুরা কখনও ভারী বৃষ্টিপাত কখনও বা হালকা ঝড় হতে পারে ৷ বিশেষত ২৯ জুলাই অসমে ও মেঘালয়ে ২৯ থেকে ৩১ জুলাইয়ে অরুণাচলপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে দিল্লিতে আজ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে ৷
advertisement
দিল্লির বেশ কিছু এলাকায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দিল্লি, এনসিআর, গ্রেটার নয়ডা, গুরগাঁও তুমুল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে ৷ উত্তরপ্রদেশের আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷
যদি উত্তরাখণ্ডের কথা বলা যায় সেক্ষেত্রে বলা যেতে পারে পারে যে আগামী ২ দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ আবহাওয়ার পক্ষ থেকে উত্তরকাশী, বাগেশ্বর, নৈনিতাল দেরাদুন, চমোলি, রুদ্রপ্রয়াগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ এছাড়াও এ এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হবে ৷ হিমাচলপ্রদেশ, সিমলা, বিলাসপুর, সিরমোর, কোলন, কাংড়া, মণ্ডি, কুল্লু, চম্বার বিস্তীর্ণ এলাকা ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে ৷
আগামী লাহোল, স্পীতি ও কিন্নোরের বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ তবে বেশ কিছু এলাকায় বাড়তে পারে ঝড়বৃষ্টি ৷ মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২দিন মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে ৷ ছত্তীসগড়ের পাঁচ জেলায় লাল ও ১২ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷