TRENDING:

India Weather Update: আজ থেকে ৯ দিন ৫ জেলায় Red Alert! ১২ জেলায় হলুদ সতর্কতা, দেশজুড়ে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা

Last Updated:

India Weather Update: ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগামী বেশকয়েকদিন ঝড়বৃষ্টির হতে পার অনন্ত এমন সম্ভাবনার কথাজানিয়েছে দেশের আবহায়া দফতর ৷ দেশের বেশ কিছু রাজ্যে ক্রমেই বাড়ছে ঝড়বৃষ্টর দাপট ৷ যেখানে মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রতে ভারী থেকে অতিভারী ঝড়বৃষ্টির সতরক্তার কথা জানানো হয়েছে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টি কাঁপাতে চলেছে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২৯ জুলাই থেকে ৭ অগাস্ট পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচলপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাসল্যান্ড, মণিপুর, ত্রিপুরা কখনও ভারী বৃষ্টিপাত কখনও বা হালকা ঝড় হতে পারে ৷ বিশেষত ২৯ জুলাই অসমে ও মেঘালয়ে ২৯ থেকে ৩১ জুলাইয়ে অরুণাচলপ্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে দিল্লিতে আজ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে ৷

advertisement

দিল্লির বেশ কিছু এলাকায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দিল্লি, এনসিআর, গ্রেটার নয়ডা, গুরগাঁও তুমুল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে ৷ উত্তরপ্রদেশের আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷

আরও পড়ুন:  IAF's MiG-21 Fighter Aircraft Crashes In Rajasthan: মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান! দুই পাইলট মৃত! ঘটনার ভিডিওতে আতঙ্ক !

advertisement

যদি উত্তরাখণ্ডের কথা বলা যায় সেক্ষেত্রে বলা যেতে পারে পারে যে আগামী ২ দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ আবহাওয়ার পক্ষ থেকে উত্তরকাশী, বাগেশ্বর, নৈনিতাল দেরাদুন, চমোলি, রুদ্রপ্রয়াগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ এছাড়াও এ এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হবে ৷ হিমাচলপ্রদেশ, সিমলা, বিলাসপুর, সিরমোর, কোলন, কাংড়া, মণ্ডি, কুল্লু, চম্বার বিস্তীর্ণ এলাকা ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে ৷

advertisement

আরও পড়ুন: Sudip Banerjee: শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে শুনানি, এথিক্স কমিটিতে সাক্ষ্য দিলেন সুদীপ

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আগামী লাহোল, স্পীতি ও কিন্নোরের বেশ কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ তবে বেশ কিছু এলাকায় বাড়তে পারে ঝড়বৃষ্টি ৷ মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২দিন মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে ৷ ছত্তীসগড়ের পাঁচ জেলায় লাল ও ১২ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
India Weather Update: আজ থেকে ৯ দিন ৫ জেলায় Red Alert! ১২ জেলায় হলুদ সতর্কতা, দেশজুড়ে তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল