TRENDING:

‘‘ কালো টাকার কারবারীদের সরকার প্রস্তুতির সুযোগ দেয়নি ’’: মোদি

Last Updated:

সরকার আসলে কালো টাকার কারবারিদের প্রস্তুতি নেওয়ার কোনও সুযোগ দেয়নি : মোদি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  নোট বাতিল ইস্যুতে সংসদে এখন বিরোধীদের একের পর এক আক্রমণে বিপর্যস্ত কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু সেই চাপে নিজেদের সিদ্ধান্তে পিছু হটার কোনও লক্ষণ আপাতত দেখাচ্ছে না কেন্দ্রীয় সরকার ৷ শুক্রবার সংবিধানের ডিজিটাল সংস্করণের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিল ইস্যুতে মুখ খোলেন ৷ তিনি বলেন, ‘‘ সবাই বলছে নোট বাতিলে সরকারের কোনও প্রস্তুতি ছিল না ৷ সরকার আসলে কালো টাকার কারবারিদের প্রস্তুতি নেওয়ার কোনও সুযোগ দেয়নি ৷  এটাই তাদের সমস্যার প্রধান কারণ ৷ কালো টাকা ও দুর্নীতি রুখতে বড় ভূমিকা রয়েছে দেশবাসীরও ৷  ’’
advertisement

শনিবার, ২৬ নভেম্বর দেশের সংবিধান দিবস ৷ সেই উপলক্ষ্যে এদিন দিল্লিতে দু’টি বই প্রকাশের সময় তিনি বলেন, নিজের টাকা ব্যবহারের অধিকার সকলের রয়েছে ৷ জনসাধারণ দুর্নীতির বিরুদ্ধে সরব ৷ সমগ্র দেশ কালো টাকার বিরুদ্ধে এই লড়াইয়ে সামিল হয়েছে ৷ দেশের জন্য অনেক সময়েই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়৷ আর দুর্নীতির সঙ্গে যারা জড়িয়ে, তারাই এই পদক্ষেপের বিরোধিতা করছে, কারণ তারা পর্যাপ্ত সময় পাননি তাদের কালো টাকা সরিয়ে ফেলার ৷ মোদি আরও বলেন, ‘‘ ২৬ নভেম্বর সংবিধান দিবস উদযাপনের দিন ৷ সংবিধান প্রসঙ্গ উঠলেই আম্বেদকরের কথা আসে ৷ আমাদের জীবনে সংবিধানের গুরুত্ব অপরিসীম ৷ সংবিধানের ধারা নিয়ে সচেতন হওয়া জরুরি ৷ তবে তার চেয়েও জরুরি সংবিধানকে আত্মস্থ করা ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ কালো টাকার কারবারীদের সরকার প্রস্তুতির সুযোগ দেয়নি ’’: মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল