বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আরও জানালেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সমস্যা শুরু হওয়ার পর থেকে দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রেখেছে ভারত৷ মোদী জানান, মস্কো “সব বিষয়ে আমাদের জানিয়েছে এবং আমাদের ওপর আস্থা রেখেছে’’৷ শান্তিপূর্ণ উপায়ে সমস্যার নিষ্পত্তিতেই অটল অবস্থান ভারতের৷ তিনি বলেন, “ভারত শান্তিতে বিশ্বাস করে… ভারত নিরপেক্ষ নয়, আমরা শান্তির পক্ষে।” দ্বিপাক্ষিক বৈঠকে মোদী ইউক্রেন সংঘাত জুড়ে দুই পক্ষের গভীর যোগাযোগের ওপর জোর দেন।
advertisement
আরও পড়ুন: মঙ্গলের গোচরে দূর হবে বাধা! ডিসেম্বরের শুরুতেই ৪ রাশির হাতের মুঠোয় সাফল্য, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমি বিশ্বাস করি ২০০১ সালে যে ভূমিকা আমরা পালন করেছিলাম, তা দেখায় দূরদর্শী নেতৃত্ব কীভাবে সম্পর্ক শুরু করে এবং কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে।’’
“ইউক্রেন সংকট শুরুর পর থেকেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। সময়ে সময়ে আপনিও, একজন সত্যিকারের বন্ধু হিসেবে, আমাদের সব বিষয়ে অবহিত করেছেন। আমি মনে করি বিশ্বাস একটি বড় শক্তি, এবং আমি এ বিষয়টি বহুবার আপনার সঙ্গে আলোচনা করেছি এবং বিশ্বের সামনে তুলে ধরেছি”, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আলোচনার মাধ্যমে সমস্যার নিষ্পত্তির প্রতি ভারতের স্থায়ী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “জাতির কল্যাণ শান্তির পথেই নিহিত। আমরা একসঙ্গে সেই পথেই বিশ্বকে এগিয়ে নিয়ে যাব। সাম্প্রতিক দিনগুলোতে যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে, তাতে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে বিশ্ব আবারও শান্তির দিকে ফিরে যাবে।”
