TRENDING:

PM Modi: ‘নিরপেক্ষ নয়’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত কোন পক্ষে? পুতিন দিল্লি আসার পরই জানিয়ে দিলেন মোদি

Last Updated:

PM Modi: রাশিয়া-ইউক্রেন দ্বন্দে ভারতের কূটনৈতিক অবস্থান ফের স্পষ্ট করল নয়াদিল্লি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের জানালেন, ‘নিরপেক্ষ নয়, ভারত দৃঢ়ভাবে “শান্তির পক্ষে”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দু’দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এসে পৌঁছান পুতিন৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার ভারত সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেন দ্বন্দে ভারতের কূটনৈতিক অবস্থান ফের স্পষ্ট করল নয়াদিল্লি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের জানালেন, ‘নিরপেক্ষ নয়, ভারত দৃঢ়ভাবে “শান্তির পক্ষে”৷
‘নিরপেক্ষ নয়’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত কোন পক্ষে? পুতিন দিল্লি আসার পরই জানিয়ে দিলেন মোদি
‘নিরপেক্ষ নয়’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত কোন পক্ষে? পুতিন দিল্লি আসার পরই জানিয়ে দিলেন মোদি
advertisement

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আরও জানালেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সমস্যা শুরু হওয়ার পর থেকে দুই দেশের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রেখেছে ভারত৷ মোদী জানান, মস্কো “সব বিষয়ে আমাদের জানিয়েছে এবং আমাদের ওপর আস্থা রেখেছে’’৷ শান্তিপূর্ণ উপায়ে সমস্যার নিষ্পত্তিতেই অটল অবস্থান ভারতের৷ তিনি বলেন, “ভারত শান্তিতে বিশ্বাস করে… ভারত নিরপেক্ষ নয়, আমরা শান্তির পক্ষে।” দ্বিপাক্ষিক বৈঠকে মোদী ইউক্রেন সংঘাত জুড়ে দুই পক্ষের গভীর যোগাযোগের ওপর জোর দেন।

advertisement

আরও পড়ুন: মঙ্গলের গোচরে দূর হবে বাধা! ডিসেম্বরের শুরুতেই ৪ রাশির হাতের মুঠোয় সাফল্য, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমি বিশ্বাস করি ২০০১ সালে যে ভূমিকা আমরা পালন করেছিলাম, তা দেখায় দূরদর্শী নেতৃত্ব কীভাবে সম্পর্ক শুরু করে এবং কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে।’’

advertisement

“ইউক্রেন সংকট শুরুর পর থেকেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। সময়ে সময়ে আপনিও, একজন সত্যিকারের বন্ধু হিসেবে, আমাদের সব বিষয়ে অবহিত করেছেন। আমি মনে করি বিশ্বাস একটি বড় শক্তি, এবং আমি এ বিষয়টি বহুবার আপনার সঙ্গে আলোচনা করেছি এবং বিশ্বের সামনে তুলে ধরেছি”, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: একটা কমলালেবুও টক হবে না, মধুর মতো মিষ্টি হবে সবকটাই! কী দেখে, কীভাবে কিনতে হয়, গোপন টিপস শেখালেন ফল বিক্রেতা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

আলোচনার মাধ্যমে সমস্যার নিষ্পত্তির প্রতি ভারতের স্থায়ী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “জাতির কল্যাণ শান্তির পথেই নিহিত। আমরা একসঙ্গে সেই পথেই বিশ্বকে এগিয়ে নিয়ে যাব। সাম্প্রতিক দিনগুলোতে যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে, তাতে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে বিশ্ব আবারও শান্তির দিকে ফিরে যাবে।”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: ‘নিরপেক্ষ নয়’, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত কোন পক্ষে? পুতিন দিল্লি আসার পরই জানিয়ে দিলেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল